জামায়াত এই বছরের মধ্যে নিষিদ্ধ হবে: খাদ্যমন্ত্রী
আইনি প্রক্রিয়ার মাধ্যমে ২০১৬ সালের মধ্যেই জামায়াত নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না।’
বৃহস্পতিবার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে একথা বলেন খাদ্যমন্ত্রী। রমনা থানা আওয়ামী লীগ হরতালবিরোধী এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, ‘আজকে প্রশ্ন উঠেছে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে। স্পষ্টভাবে বলতে চাই-জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। ২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত ইনশাল্লাহ নিষিদ্ধ হবে। এতে কোনো সন্দেহ নাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না। সকল প্রক্রিয়া সম্পন্ন করেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে। আমরা বিশ্বাস করি, তাদের অর্থের উৎস বন্ধ করা হবে। যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে তাদের বিচারও বাংলার মাটিতে করা হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘জামায়াত হরতাল ডাকলেও প্রকৃতপক্ষে এই হরতাল বিএনপি-জামায়াতের। জামায়াতের হরতাল দেশের মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। দেশের কোথাও হরতাল হচ্ছে না।’
তিনি বলেন, ‘বিএনপি আপাতত দেশের মানুষকে দেখানোর চেষ্টা করছে-তারা সন্ত্রাস-নৈরাজ্যের পথ পরিহার করেছে। প্রকৃতপক্ষে তারা হরতাল নৈরাজ্যের পথ পরিহার করে নাই।’
রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারে সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন