শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াত নিয়ে বিপাকে বিএনপি

তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। ঘর থেকে শুরু করে চায়ের স্টলে পর্যন্ত বইছে নির্বাচনের ঝড়। সারাদিন ভোটারদের বাড়ি ছুটে চলা প্রার্থীদের যেন ঘুম হারাম। ভোটে শরিক দলগুলোকে নিয়ে সমীকরণে ব্যস্ত তারা। এ সমীকরণে আওয়ামী লীগ অনেকটা ভারমুক্ত থাকলেও বিএনপি মনোনীত প্রার্থীরা জোটের অন্যতম শরিক দল জামায়াত ইসলামকে নিয়ে পড়েছে বিপাকে।

দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচন বাড়তি ইমেজ এনে দিয়েছে সাধারণ মানুষের মাঝে। উপজেলার ৭টি ইউনিয়নে গনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন চেয়াম্যান প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত নিজ নিজ সমর্থকদের আনাগোনা ও প্রার্থীদের মাইকিং এর শব্দে মুখরিত হয়ে থাকছে ইউনিয়নের গ্রাম থেকে বাজার।

৭ ইউনিয়নের বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে সমস্যা অন্য জায়গায়। জোটের অন্য দল জামায়াতের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি তারা।

দলীয় সূত্র অনুযায়ী, জামায়াতের সঙ্গে কোনো আলোচনা না করেই বিএনপি একক প্রার্থী দেয়ায় ক্ষিপ্ত জামায়াতের নেতাকর্মীরা। আর এ থেকেই ৭ ইউনিয়নের ৫টিতেই স্বতন্ত্র হিসাবে চেয়ারম্যান প্রার্থী দিয়ে জোরেসরে প্রচারণায় নেমেছে জামায়াত। ওই ৫ ইউনিয়নে বিএনপির জন্য তা বড় ধাক্কা হতে পারে।

উপজেলার কলমা ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী হজরত আলী ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। ওই ইউনিয়নে স্বতন্ত্র হিসাবে উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. বদরুদ্দোজা রমজান চশমা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন।

পাঁচন্দর ইউনিয়নের বিএনপি মনোনীত মমিনুল হকের বিপরীতে নির্বাচন করছেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসেন (চশমা)। তালন্দ ইউনিয়নে বিএনপির আখেরুজ্জামান হান্নানের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন উপজেলা জামায়াতের অন্যতম সদস্য আক্কাস আলী (চশমা)। কামারগাঁ ইউনিয়নে বিএনপির জাকির হোসেন জুয়েলের বিপরীতে জামায়াতের সদস্য ডা. ওবাইদুর রহমান (চশমা প্রতীক), চাঁন্দুড়িয়া ইউনিয়নে বিএনপির মফিজ উদ্দীনের বিপরীতে নির্বাচনে আছেন ইউনিয়ন জামায়াতের আমির রুহুল আমিন (চশমা)।

যদিও অন্য দুই ইউনিয়ন বাধাইড় ও সরনজাইয়ে বিএনপির আতঙ্কের কারণ হিসেবে জামায়াতের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেনি। তবে জোটের দুই দলের আলাদা প্রার্থী থাকায় নির্বাচনী মাঠে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। কেউ কাউকে ছাড় দেয়ার মনোভাব নেই। ঐক্য না হওয়াই শেষ সময়ে এসে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশাও কাজ করছে।

তৃণমূল নেতাকর্মীরা জানায়, দুই শরিক দল এক না হলে বিজয় সম্ভব না। দুই দল থেকেই প্রার্থী থাকার কারণে ফলাফল হিতের বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি। বিএনপির প্রার্থীদের মধ্যে ৪টি ইউনিয়নে বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যানরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বাঁধাইড় ইউনিয়নের কামরুজ্জামান (হেনা), পাঁচন্দর ইউনিয়নের মমিনুল হক মমিন, তালন্দ আখেরুজ্জামান হান্নান ও সরনজাই ইউনিয়নে মোজাম্মেল হক।

তানোর উপজেলা জামায়াতের আমির ও কলমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডা. বদরুদ্দোজা রমজান জানান, তানোরে ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতেই জামায়াত সমর্থিত প্রার্থী রয়েছে। তাদের সব প্রার্থীই জনপ্রিয়। নিজ যোগ্যতা ও জনপ্রিয়তায় তাদের প্রার্থী জয়লাভ করবে।

শরিক দল বিএনপির বিষয়ে তানোর উপজেলা জামায়াতের আমির জানান, নির্বাচনের আগে বিএনপি তাদের সঙ্গে কোনো আলোচনাই করেনি। ইচ্ছামত প্রার্থী দিয়েছে তাদের সঙ্গে কোনোরকম সমঝোতা ছাড়াই। সেজন্য তারা তাদের মতো ও জামায়াত তাদের মতো নির্বাচন করবে।

তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক জানান, তানোর উপজেলা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। কিন্তু সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক গত পৌর নির্বাচনের মত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের মতামত না নিয়ে ও সমঝোতা না করে নিজের ইচ্ছায় প্রার্থী বাছাই করেছেন। এ কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, তানোরে ৭টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ-বিএনপি ও স্বতন্ত্র হিসাবে জামায়াত এবং এক জন জাপারসহ ২৩ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর সাধারণ ওয়ার্ড সদস্য ২০০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন অর্ধশত নারী।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল