জামায়াত-শিবিরের ২ নেতা গ্রেফতার
নরসিংদীর রঘুনাথপুর শ্রী শ্রী কালী মন্দিরের তত্ত্বাবধায়ক চিত্তরঞ্জন আর্ঢ্যকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে মাধবদী থানার চরমাধবদী ও মেহেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চরমাধবদী এলাকার সুলতান মিয়ার ছেলে নূর মোহাম্মদ (২৩) এবং মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর এলাকার আলফাজ উদ্দিনের ছেলে শাহান উল্লাহ (৩০)।
এদের মধ্যে নূর মোহাম্মদ পাঁচদোনা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। শাহান উল্লাহ মেহেরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির।
গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে জেলা আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ বলেন, চিত্তরঞ্জনের ওপর হামলার ঘটনার সূত্র ধরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে নূর মোহাম্মদ ও শাহান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তা নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো করা হচ্ছে।
গত বুধবার রাতে সদর উপজেলার রঘুনাথপুর শ্রী শ্রী কালী মন্দিরের তত্ত্বাবধায়ক চিত্তরঞ্জন আর্ঢ্যকে নিজের মুদি দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন
নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন
ছাগল নিয়ে ঝগড়ায় ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু
ছাগল নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘুষিতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন