জামিনে মুক্ত পেলেন মির্জা ফখরুল
দীর্ঘ প্রায় ছয় মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। তার জামিনের নথিপত্র কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালের প্রিজন সেলে পৌঁছানোর পর তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়ার পর মির্জা ফখরুল জানান, তিনি শিগগিরই উন্নত চিকিৎসার জন্য আমেরিকা অথবা সিঙ্গাপুরে যাবেন। এ সময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা খানম ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় প্রেস ক্লাব থেকে গত বছরের ৬ জুলাই মির্জা ফখরুলকে আটক করা হয়। পরে তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ১৩ জুন চিকিৎসার জন্য ফখরুলকে হাসপাতালটির প্রিজন সেলে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার ফরমান আলী সমকালকে বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর তা যাচাই-বাছাই করে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মির্জা ফখরুল ইসলামকে মুক্তি দেওয়া হয়। এর আগে সোমবার পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় সপ্তাহের জামিন দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
এই সময়ের মধ্যে ফখরুল চাইলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন বলে জানান সর্বোচ্চ আদালত। পল্টন থানার এই তিন মামলায় জামিনের মেয়াদ শেষে ফখরুলকে ফের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। কারামুক্তির পর উপস্থিত সাংবাদিকদের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কারাগারে থাকা অবস্থায় তার অসুস্থতার খবর তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমি অত্যন্ত অসুস্থ’, করোনারী আর্টারীর ব্লক ও আইভিএসের সমস্যা শারীরিক অসুস্থতা বেড়ে গেছে। ছয় মাসে আমার প্রায় ১২ কেজি ওজন কমেছে। কিছু দিনের জন মুক্তি পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।’ চিকিৎসার জন্য শিগগিরই সিঙ্গাপুর অথবা আমেরিকা যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি আগে আমেরিকা ও সিঙ্গাপুরে ডাক্তার দেখাতাম। এখনও চিকিৎসার জন্য আমাকে যেতে হবে। আমার স্ত্রী ইতিমধ্যে সে সব দেশের চিকিৎসকদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছেন।’
হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মা ফাতেমা আমিনকে দেখতে যান মির্জা ফখরুল। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। ৭৯ মামলার বোঝা কাঁধে নিয়ে ছয় মাস ধরে কারাবন্দি ছিলেন মির্জা ফখরুল ইসলাম। কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত রোববার পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসার জন্য ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেওয়া হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ফখরুল ভাসকুলার রোগে আক্রান্ত । এই সমস্যার জন্য তার উন্নত চিকিৎসার প্রয়োজন। পরে আদালত জামিন আদেশ বহাল রাখেন। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা খানম জানিয়েছেন, তার হৃদযন্ত্রের চারটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটিতে রিং বসানো হয়েছে। এখন তার গলার ধমনিতে (নার্ভ) প্রতিবন্ধকতা ধরা পড়েছে। এতে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিদেশে নিয়ে তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন