জার্মানির ইউরো দলে সোয়েনস্টাইগার-পোডলস্কি

দেশের হয়ে খেলার সময়ই হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। গেলো মার্চের পর তাই আর ক্লাবের হয়েও মাঠে নামা হয়নি বাস্তিয়ান সোয়েনস্টাইগারের। কিন্তু জার্মানির কোচ জোয়াকিম লো ঠিকই তাকে ইউরো ২০১৬ এর ২৭ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন। ৩১ বছরের এই ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারকে অধিনায়ক হিসেবেই দলে রাখা হয়েছে।
জার্মানির হয়ে ১২৭ ম্যাচ খেলা ফরোয়ার্ড লুকাস পোডলস্কিও আছেন দলে। এবারের আসরে খেলতে পারলে এটা হবে পোডলস্কির চতুর্থ ইউরো চ্যাম্পিয়নশিপ। মারিও গোমেজ দলের একমাত্র পুরোপুরি স্ট্রাইকার। বায়ার্ন মিউনিখের ২১ বর্ষীয় জোশুয়া কিমিচ ও ২০ বছরের বায়ার লেভারকুসেন খেলোয়াড় জুলিয়ান ব্রান্ডট জায়গা করে নিয়েছেন দলে। আন্তর্জাতিক অভিষেক হয়নি তাদের।
বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আগামী মাসে ফ্রান্সে শুরু ইউরোতে আছে সি গ্রুপে। সেখানে তাদের সঙ্গী নর্দার্ন আয়ারল্যান্ড, পোল্যান্ড ও ইউক্রেন। জার্মানি শেষবার ইউরো জিতেছে ১৯৯৬ সালে। তাদের এবারের দলে আছেন ২০১৪ বিশ্বকাপ জেতা ১৪ খেলোয়াড়। তাদের দলটিকে ৩১ মের আগে ২৩ জনে নামিয়ে আনতে হবে। ফ্রান্সে ১০ জুন টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই।
জার্মানির প্রাথমিক দল:
গোলকিপার: ম্যানুয়েল নুয়ার, বার্নড নেনো, মার্ক-আন্দ্রে তের স্তেগান।
ডিফেন্ডার: জেরোমে বোয়েটাং, এমরে কান, জোনাস হেক্টর, বেনেডিক্ট হোয়েডেস, ম্যাটস হুমেলস, শোকরান মুস্তাফি, শেবাস্টিয়ান রুডি, আন্তোনিও রুদিগার।
মিডফিল্ডার: কারিম বেল্লারাভি, জুলিয়ান ব্রান্ডট, জুলিয়ান ড্রাক্সলার, মারিও গোজে, সামি খেদিরা, জোশুয়া কিমিচ, টনি ক্রুস, থমাস মুলার, মেসুত ওজিল, লুকাস পোডলস্কি, মার্কো রেয়াস, লেরোয় সানে, আন্দ্রে শুরলে, বাস্তিয়ান সোয়েনস্টাইগার, জুলিয়ান উইগল।
স্ট্রাইকার: মারিও গোমেজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন