জার্মানির বার্লিনের নির্বাচনে মেরকেলের দলের হার
জার্মানির বার্লিনের স্থানীয় নির্বাচনে চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের দল সেন্ট্রাল সোশ্যাল ডেমোক্রেটস-সিডিইউ হেরে গেছে। তারা কেবল ১৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে। ইতিহাসে দলটি কখনও এত কম ভোট পায়নি।
নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে অভিবাসন ও শরণার্থীবিরোধী হিসেবে পরিচিত নতুন দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি। নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়ে ডানপন্থি এ দলটি প্রথমবারের মতো বার্লিনের সিনেটে জায়গা করে নিয়েছে।
জার্মানির ষোলটি রাজ্যের মধ্যে এ বছরে অনুষ্ঠিত পাঁচটি রাজ্য পার্লামেন্ট বা প্রাদেশিক পরিষদের নির্বাচনের সবগুলোতেই বড় ধরনের উত্থান ঘটলো এএফডির।
গত বছর সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা মুসলিম শরণার্থীদের জন্য জার্মানির দুয়ার খুলে দেন মেরকেল। জার্মানিতে বেশ কিছু হামলায় শরণার্থীদের কাউকে কাউকে দায়ী করা হচ্ছে। এরপর দেশটিতে শরণার্থীবিরোধী মনোভাব প্রবল হচ্ছে। কিন্তু মেরকেল বারবার শরণার্থীদের আশ্রয় দেয়ার নীতিতে অটল। ভোটে এর প্রভাব পড়েছে বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে ক্রিশ্চিয়ান ডেমোক্রাটদের ভোট কমেছে আঠারো শতাংশের মতো যা তাদের রাজ্য কোয়ালিশন সরকার থেকে বেরিয়ে আসতেও বাধ্য করতে পারে।
অন্যদিকে অভিবাসন বিরোধী এএফডি ১৪শতাংশ ভোটারের সমর্থন লাভ করেছে। দেশটির নির্বাচনী বিধি অনুযায়ী কোন দল পাঁচ শতাংশ ভোট পেলে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে।
এই নির্বাচনের মাধ্যমে মের্কেলের অভিবাসন নীতির বিরোধিতা করে জনপ্রিয়তা পাওয়া এএফডির এখন ১৬টির মধ্যে দশটি রাজ্য পার্লামেন্টেই প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।
সাধারণ নির্বাচনের এক বছর আগে অনুষ্ঠিত নির্বাচনের এমন ফলাফল উদারপন্থীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এএফডির কোচেয়ারম্যান জর্জ মেউথেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের তার দল ভালো করবে বলে আশাবাদী তিনি।
বার্লিনের এই নির্বাচনে ভোটার ছিলেন ৩৫ লাখের মতো। সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ, আবাসন সংকট, ট্রেনের সময় বিপর্যয়, ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের মতো স্থানীয় ইস্যুগুলোর পাশাপাশি শরণার্থী ইস্যু এই নির্বাচনে প্রভাব বিস্তার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন