জার্মানি থেকে বিমানে করে কাতারের গরু আমদানি
সৌদি আরবের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের চার দেশের অবরোধে থাকা কাতারে দুগ্ধজাত দ্রব্যের অভাব পূরণে জার্মানি থেকে উড়িয়ে আনা হয়েছে ১৭৫টি হোলস্টিন প্রজাতির গরু। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানের দেয়া অবরোধের পরেই চার হাজার গবাদিপশু আমদানির সিদ্ধান্ত নেয় কাতার। সেই চুক্তির প্রথম ধাপে মঙ্গলবার ১৭৫টি গরু এসে পৌঁছে কাতারে।
আকাশ, সড়ক ও নৌপথে অবরোধের কারণে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয় কাতারে। আমদানিনির্ভর অর্থনীতির দেশ কাতারের জনসংখ্যা ২৭ লাখ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর দেয়া শর্তে রাজি না হওয়ায় তারা কাতারের বিরুদ্ধে নতুন অবরোধের হুমকি দিয়েছে।
কাতার এয়ারওয়েজের কার্গো বিমানে করে মঙ্গলবার বুদাপেস্ট থেকে এসব গরু কাতারে আসে। নতুন একটি দুগ্ধখামারে এগুলো নেয়া হয়েছে। কাতারি ফার্ম পাওয়ার ইন্টারন্যাশনাল এই গরুগুলো কিনেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মওতাজ আল-খায়াত বলেন, সবগুলো গরু কাতারে এসে পৌঁছলে আমরা দেশটির ৩০ শতাংশ দুগ্ধজাত পণ্যের অভাব পূরণ করতে পারব।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন