জালিয়াতির অভিযোগে নেইমারের হাজিরা
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার। গত মাসের ১৩ তারিখ স্পেনের একটি আদালত জানিয়ে দেয় ২ ফেব্রুয়ারি নেইমারকে তথ্য প্রমাণ দেখাতে হবে।
ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে স্পেনের বার্সেলোনায় আসার পর নেইমারের বিরুদ্ধে ট্রান্সফার ফির তথ্য লুকানোর অভিযোগ ওঠে। নেইমারের দাবি চুক্তির পরিমাণ ছিল ৫৭.১ মিলিয়ন ইউরো। কিন্তু স্পেনের বিচারিক কর্তৃপক্ষ বলছেন, এই চুক্তির পরিমাণ কমপক্ষে ৮৩.৩ মিলিয়ন।
নেইমারকে ছাড়াও বার্সার মালিককেও আদালতে তলব করা হয়। নেইমারের একদিন আগে অর্থাৎ সোমবার তিনি আদালতের কাছে দাবি করেন, কোনো তথ্যই তারা লুকাননি।
বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর আদালতের কাছে যা বলা হয়েছিল এবারও ক্লাবের পক্ষ থেকে একই বয়ান দেয়া হয়েছে।
মঙ্গলবার নেইমারের বাবা-মাও আদালতে হাজির ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন