সোমবার, জুলাই ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাসাস কমিটিতে হেলাল খানকে নিয়ে আপত্তি পদবঞ্চিত নেতাদের

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নতুন কমিটি ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছেন পদবঞ্চিতরা। বিশেষ করে সংগঠনটির সাধারণ সম্পাদক নায়ক হেলাল খানকে নিয়েই আপত্তি পদবঞ্চিত নেতাদের।

১৯ জানুয়ারি রাতে কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতরা নয়াপল্টনে অবস্থান নিয়ে বেশ কয়েকদিন বিক্ষোভ করেছেন। তবে জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের পর এমন বিক্ষোভ লক্ষ্য করা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদকে সভাপতি করে জাসাসের ৩০ সদস্যবিশিষ্ট (আংশিক) জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দেন।

সভাপতি পদ নিয়ে আপত্তি না থাকলেও নায়ক হেলাল খানকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না পদবঞ্চিতরা। তাদের দাবি, অর্থের বিনিময়ে জাসাসের সাধারণ সম্পাদক পদ বাগিয়েছেন হেলাল খান।

নাম প্রকাশে অনিচ্ছুক জাসাসের এক নেতা বলেন, দল ক্ষমতায় আসলে এফডিসি, বিটিভিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দখল করে কোটি কোটি টাকা অর্জন করা সম্ভব হবে, এ ভেবে হেলাল খান বড় অঙ্কের অর্থ ইনভেস্ট করে পদ বাগিয়েছেন।

সদ্য বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও মহানগর দক্ষিণ জাসাসের সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন স্যারকে নিয়ে কোনো আপত্তি নেই। তবে হেলাল খানকে নিয়েই আপত্তি। হেলাল খান অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়েছিলেন।

তিনি আরও বলেন, গত কমিটিতে হেলাল খান কোনো পদে না থাকলেও এবারের কমিটিতে সরাসরি গুরুত্বপূর্ণ পদ পাওয়ার একটাই কারণ লেনদেন। চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলই তাকে নেতা বানিয়েছেন।

এ বিষয়ে হেলাল খান বলেন, অনেকে না বুঝে কথা বলছেন। তাদের বোঝা উচিত এটা আংশিক কমিটি। ঘোষিত কমিটি মাত্র ৩০ সদস্যবিশিষ্ট। এটাকে আমরা সুন্দর করেই সাজাবো। সবাই পদ পাবে। যারা অধৈর্য তারা হয়তো একটু মনঃক্ষুণ্ন। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে।

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাসাসের কমিটি বিএনপি চেয়ারপারসন করেছেন। উনি মনে করেছেন এই কমিটি দিয়ে জাসাস সু্ন্দরভাবে চলবে। কমিটিতে সাংস্কৃতিক জগতের অনেক বড় বড় লোক আছেন। কিছু লোক তো বঞ্চিত থাকবেই। তারা এ ধরনের কিছু কাজ করবে। এটাই স্বাভাবিক। বড় বড় দলে এগুলো প্রায়ই হয়। সব ঠিক হয়ে যাবে। জাগো নিউজ

এই সংক্রান্ত আরো সংবাদ

জেনেভা ক্যাম্পে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসারবিস্তারিত পড়ুন

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর

“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন

  • সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
  • উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
  • কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর
  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪