জাস্টিন বিবারের ঘুষিতে রক্তাক্ত ভক্ত (ভিডিও)
কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার এই মুহূর্তে স্পেনে বার্সেলোনার সঙ্গীত সফরে আছেন। এর মধ্যেই আরেক বিতর্কের জন্ম দিয়েছেন এই জনপ্রিয় শিল্পী। এবার ভক্তকে মেরে খবরের শিরোনাম হলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, সম্প্রতি বার্সেলোনা ট্যুরে যাওয়ার পথে এক ভক্তকে ঘুষি মেরেছেন তিনি।
এমনিতেই নিজের ব্যক্তিগত জীবনের কারণে বেশি আলোচনায় থাকেন বিবার। তারপরেও তার ভক্তসংখ্যা নেহায়েত কম নয়। মোট কথা, ভক্তদের কারণেই তিনি এখনও জনপ্রিয়তার তালিকায়। সেই তিনিই বারবার খেপিয়ে দিচ্ছেন ভক্তদের।
সম্প্রতি গণমাধ্যমে একটি ভিডিও ফুটেজ বের হয়েছে। সেখানে দেখা যায়, ২২ বছর বয়সী পপ তারকা বিবার গাড়িতে করে কনসার্ট থেকে বের হচ্ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা ভক্ত-শুভাকাঙ্খীদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এসময় তার গাড়ির গ্লাসটি ছিল খোলা। এক তরুণ গ্লাস দিয়ে হাত ঢুকিয়ে বিবারকে স্পর্শ করার চেষ্টা করেন। তখনই আচমকা ভক্তকে ঘুষি মারেন তিনি। প্রিয় তারকার মার খেয়ে হকচকিয়ে যান ওই ভক্ত। যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার। পরে ঠোঁটে হাত দিয়ে দেখেন যেখান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে।
তবে বিবারের এই কাণ্ড এবারই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে ‘সরি’ গায়ক হলিউড অভিনেতা অরলান্ডো ব্লুমের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন। তখন অভিনেতা তাকে ঘুষি মারতে উদ্যত হন। কিন্তু উপস্থিত লোকজন বিবারকে রক্ষা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন