জাহিদ হাসান যখন সেনাবাহিনীতে!

অভিনয়ের রাজপুত্র জাহিদ হাসান। অভিনয় করতে করতে একটা সময় এসে তিনি এখন নাট্যনির্মাণ ও করছেন। দেশে ও দেশের বাইরে এক নামে তাকে সবাই চিনে। তিনি জাহিদ হাসান। একজন অভিনেতা। একজন বাবা। একজন ভাল মনের মানুষ। কাছ থেকে তাকে যতবার দেখা গিয়েছে ততবারই তিনি মুগ্ধ করেছেন। কথা বলার ভঙ্গি বেশি মুগ্ধ করেছে। এখনও তিনি কোন সেটে অভিনয় করলে মাতিয়ে রাখেন পুরো সেট। পুরো ইউনিটের সেটের মানুষজন হাসিতে মজে থাকে তাঁর মজার কথায়। অনেক সময় পুরো নাটকের সেটে থাকা অন্যান্য সহশিল্পীরা হাসতে হাসতেই অভিনয় শেষ করেন।
মেকাপ রুম থেকে অনেক সময় ভেসে আসে আরে সেটে তো জাহিদ ভাই আছে। কোন চিন্তা নেই তিনি মজা করেই শুটিং করেন। এমনটা যখন ঘটে তখন একজন অভিনেতার আর কি পাওয়া বাকী থাকে। এত মানুষের ভালবাসা যিনি পেয়েছেন তারে নিয়ে আর লেখা না বাড়াই। মুল কথা হচ্ছে। সম্প্রতি তিনি তার ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে অনেকগুলো ছবি দিয়েছেন। এখন পাঠকের মনে প্রশ্ন উঠেছে যে তিনি কি সেনাবাহিনীতে যোগদান করলেন? নাহ পাঠক তেমন কিছু নেই। ঘুরতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটি দলের সঙ্গে দেখা হয়ে যায় অভিনেতা জাহিদ হাসানের।
তাই অনেকটা শখের বসে সেনাবাহিনীর পোশাক পড়ে ছবি গুলো তুলেন। সেই ছবির সঙ্গে ছিলেন সেনাবাহিনী’র একটি দল। সেই ছবি গুলোই ফেসবুকে আপলোড করেন। যেহেতু মজার মানুষ তিনি। তাই ছবিগুলোর ক্যাপশনে বেশ মজা করেই লিখেন, ‘আমি যখন আর্মি। শত্রু খুঁজি’। জাহিদ হাসানের সেই ছবি দিয়েই প্রিয় পাঠকের জন্য লেখাটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন