জায়েদের অভিযোগ, উত্তর দিলেন অমিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি। তবে নির্বাচনের জন্য কোনো তফসিল ঘোষণা করেনি সমিতি। এ বিষয়ে অভিযোগ করেছেন সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান।
জায়েদ খান বলেন, ‘গত ৫ তারিখ আমাদের শিল্পী সমিতির মিটিং ছিল। আমরা আশা করেছিলাম, উনারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। কিন্তু তা করেননি। রকিবুল আলম রাকিবের শূন্য পদে আমার প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরাকে কমিটিতে যুক্ত করা হয়েছে। আমি শিল্পী সমিতির গঠনতন্ত্র জানি। সে হিসেবে ৭ তারিখের পর উনারা আর ক্ষমতায় থাকতে পারেন না। এই বিষয়গুলো আমাদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে। আমরা আশা করব, খুব তাড়াতাড়ি তফসিল ঘোষণা করা হবে। অন্যথায় আমরা চলচ্চিত্রে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা বলব।’
কেন তফসিল ঘোষণা করা হয়নি—জানতে চাইলে শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘সমিতি ছাড়াও আমাদের শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়, যে কারণে ৭ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করতে পারিনি। তবে আমাদের প্রস্তুতি চলছে, এই মাসের মধ্যে আমরা তফসিল ঘোষণা করব।’
কমিটির মেয়াদ শেষ হওয়ার দুদিন আগে ৫ ফেব্রুয়ারি কেন নতুন সদস্য কমিটিতে যুক্ত করা হয়েছে—তা জানতে চাইলে অমিত বলেন, ‘আসলে পরিচালক সমিতিতে নির্বাচন করেছিলেন রকিবুল আলম রাকিব। যে কারণে তিনি ডিসেম্বরের ২৮ তারিখ শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন। আমাদের কমিটির মিটিং ছিল গত ৫ তারিখ, সেদিন আমরা গঠনতন্ত্র অনুযায়ী ইলিয়াস কোবরাকে পদ দিয়েছি। এখানে কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমরা সঠিক সময়েই নির্বাচন দেবো। আমাদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন হবে।’
আগামী কমিটির জন্য মিশা সওদাগর ও জায়েদ খান এরই মধ্যে নিজেদের প্যানেল ঘোষণা করেছেন। অন্যদিকে, ওমর সানী ও ইলিয়াস কোবরা মিলে একটি প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক হন অমিত হাসান। দুই বছর আগে ৭ ফেব্রুয়ারি দায়িত্ব বুঝে নিয়েছিল এই কমিটি। সমিতিতে প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন