জিকা প্রতিরোধী কনডম পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

ব্রাজিলে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে যোগ দিতে যাওয়া অস্ট্রেলিয়া টিমের জন্য জিকা ভাইরাস প্রতিরোধ কনডম তৈরি করতে যাচ্ছে একটি ওষুধ কোম্পানি। অস্ট্রেলিয়ার স্টারফার্মা হোল্ডিংস নামের ওই কোম্পানিটি জানিয়েছে এর জন্য তারা বিশ্বের দ্বিতীয় সেরা কনডম উৎপাদনকারী প্রতিষ্ঠান আনসেলের সঙ্গে যৌথভাবে কাজ করতে যাচ্ছে।
গত বছর ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টি আলোচনায় আসে। এ পর্যন্ত দেশটিতে প্রায় এক লাখ লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে কয়েক শতাধিক শিশু অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্ম নিয়েছে। বিশেষজ্ঞদের দাবি এরা সবাই জিকা আক্রান্ত মায়েদের শিশু। মেডিক্যাল পরিভাষায় শিশুদের এই অবস্থাকে বলা হয় ‘মাইক্রোসেফালি’। এখন পর্যন্ত এই ভাইরাসের কোন প্রতিষেধক বা চিকিৎসা বের হয়নি। আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সংসর্গের কারণেও এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।
স্টারফার্মা জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের আনসেলের দ্বিগুন প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন কনডম সরবরাহ করবে। সম্প্রতি গবেষণায় জানা গেছে এটি জিকা ও অন্যান্য ভাইরাস প্রতিরোধক।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকি ফেয়ারলি এক বিবৃতিতে বলেছেন, ‘যৌনতার মাধ্যমে জিকা সংক্রমণের বিষয়টি দিন দিন গুরুত্ব পাচ্ছে। জিকার বিরুদ্ধে স্টারফার্মার ভাইভাজেল কনডম অত্যন্ত কার্যকর।’
অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটি জানিয়েছে, অলিম্পিক ভিলেজে ইতিমধ্যে যে কনডম পাঠানো হচ্ছে, তার অতিরিক্ত হিসেবে স্টারফার্মার কনডম পাঠানো হবে। এছাড়া বিনামূল্যে বিতরণের জন্য পুরুষ অ্যাথলেটদের জন্য সাড়ে তিন লাখ পুরুষ কনডম ও নারীদের জন্য ১ লাখ নারী কনডম সরবরাহ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন