জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
ইডেন গার্ডেনসের ব্যাটিং সহায়ক পিচে বেশ ভালোই নাকাল হতে হলো বাংলাদেশের বোলারদের। আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে ২০১ রানের পাহাড় গড়েছে পাকিস্তান। এই রান তাড়া করে জিততে হলে নতুন রেকর্ডই গড়তে হবে বাংলাদেশকে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে সর্বোচ্চ ১৬৬ রান তাড়া করে। এবছরের শুরুতেই সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেটে জিতেছিল বাংলাদেশ। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ১৬৫ রান তাড়া করে। পাকিস্তানের বিপক্ষে আজ জিততে হলে বাংলাদেশকে শুধু রান তাড়া করারই না, গড়তে হবে টি-টোয়েন্টির সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯০ রান করেছিল বাংলাদেশ।
টস হেরে বল করতে নেমে কখনোই খুব বেশি স্বস্তিতে থাকতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওভারে দুই পেসার তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন দিয়েছিলেন ২৫ রান। তৃতীয় ওভারে স্পিনার এনেই সাফল্য পেয়েছিলেন মাশরাফি। ১৮ রান করা সারজিল খানকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন আরাফাত সানি। তখন মনে হয়েছিল স্পিনাররাই হয়তো বেশি সাফল্য পাবেন। কিন্তু দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যান আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ।
এশিয়া কাপে দলের বাইরে থাকার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই শেহজাদ খেলেছেন ৩৯ বলে ৫২ রানের দারুণ ইনিংস। ১৪তম ওভারে সাব্বিরকে উড়িয়ে মারতে গিয়ে মিডউইকেটে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েছেন এই পাকিস্তানি ওপেনার। শেহজাদকে ফিরিয়েও খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি বাংলাদেশ। তৃতীয় উইকেটে আবার ১৭ বলে ৪২ রানের ঝড়ো জুটি গড়েছিলেন হাফিজ ও পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। ১৭তম ওভারে সানির বলে বাউন্ডারি লাইনে অসাধারণ একটি ক্যাচ ধরে হাফিজকে সাজঘরমুখী করেছিলেন সৌম্য সরকার। ৪২ বলে ৬৪ রানের ইনিংস এসেছে হাফিজের ব্যাট থেকে। তবে আফ্রিদি শেষপর্যন্ত ভুগিয়েছেন বাংলাদেশকে। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪টি ছয় ও ৪টি চার মেরে করেছেন ১৯ বলে ৪৯ রান।
ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারলেন না তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে দলে ফিরেছেন আরাফাত সানি। বাংলাদেশ দল সাজিয়েছে তিন পেসার ও এক স্পিনার দিয়ে। পাকিস্তান দলেও তিন পেসারের সঙ্গে আছেন একজন স্পেশালিস্ট স্পিনার। মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজের সঙ্গে দলে এসেছেন বাঁ-হাতি স্পিনার ইমাদ ওয়াসিম।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
পাকিস্তান দল : আহমেদ শেহজাদ, সারজিল খান, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন