জিততে হলে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জন্য বেশ পয়মন্ত। এই মাঠে এর আগে ১৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে ১০টিতেই জিতেছে। দুটি পরিত্যক্ত হয়েছে, বাকি ছয়টি ম্যাচে হেরেছে স্বাগতিকরা।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে ২৭৭ রান করে বাংলাদেশ। মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ সম্মানজনক স্কোরে পৌঁছায়।
আজ ইংল্যান্ডকে জিতলে হলে সাগরিকায় নতুন রেকর্ড করতে হবে। এ মাঠে সর্বোচ্চ ২২৫ রান তাড়া করে ইংল্যান্ডের বিপক্ষেই জয়ী হয়েছিল বাংলাদেশ। ২০১১ সালের বিশ্বকাপে ওই ম্যাচে দুই উইকেটে জয়ী হয় বাংলাদেশ। এ মাঠে এর চেয়ে বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দল।
সাগরিকার এ মাঠে পরে ব্যাট করে জয় এসেছে বেশি। ১০টি জয় এসেছে পরে ব্যাট করা দলের। অন্যদিকে ছয়টি জয় এসেছে পরে বল করা দলের।
এ মাঠে সর্বোচ্চ রান শ্রীলঙ্কার। ২০০৬ সালে শ্রীলঙ্কা এ মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ৩০১ রান করে। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে সেই ম্যাচে সেই স্বাগতিকরা অবশ্য হেরেছিল ৭৮ রানের বড় ব্যবধানে।
বাংলাদেশ সাগরিকায় সর্বোচ্চ করেছে ২৮১ রান। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে এ রান করে। জবাবে ১৯৪ রানেই আউট হয়ে যায় জিম্বাবুয়ে।
সাগরিয়ায় একটি সর্বনিম্ন রানের রেকর্ডও আছে। ২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচে মাত্র ৪৪ রান করে জিম্বাবুয়ে। সে ম্যাচে স্বাগতিকরা ছয় উইকেটে জিতেছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন