জিতবে ঢাকা দেখবে দেশ : মাহেলা
বলতে বলতে চলে এলো বিপিএলের ফাইনাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী কিংস। ম্যাচটিতে কে জিতবে? ঢাকার খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে অবশ্য তার দলকেই এগিয়ে রাখছেন।
এক ভিডিও বার্তায় লঙ্কান কিংবদন্তী মাহেলা বলেন, ‘জিতবে ঢাকা দেখবে দেশ।’ তার মানে, নিজ দলের হাতেই এবারের শিরোপা দেখছেন তিনি। চলতি এই আসরে তিনি খুব একটা সুযোগ পাননি। মাত্র দুটি ম্যাচ খেলেছেন, করেছেন যথাক্রমে ১১ ও ৩১ রান। তবে দলের সঙ্গে থেকেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। রসদ জুগিয়েছেন অনুপ্রেরণার।
সেই ভিডিও বার্তায় ঢাকার তুরুপের তাস হিসেবে ডোয়াইন ব্রাভোর নাম উচ্চারণ করেন। ঢাকায় এসে সবাইকে বন্ধু হিসেবে পেয়েছেন। এখানকার সব কিছুই তার ভালো লেগেছে। খেলোয়াড়ী জীবনে ২০১১ সালে বিশ্বকাপের ফাইনালের পারফরম্যান্সই তার কাছে সবচেয়ে বেশি স্মরণীয়। ওই ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু তার দল ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল। তাই স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই দেশে ফিরেছিলেন এই লঙ্কান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন