জিতেও কেকেআর মালিক শাহরুখ অসন্তুষ্ট। জেনে নিন কিংগ খানের অসন্তোষের কারণ

শাহরুখ খান কেন অসন্তুষ্ট? বুধবার রুদ্ধশ্বাস ম্যাচ জিতে আইপিএল-এ এখনও টিকে রয়েছে কেকেআর। শুক্রবার ‘সেমিফাইনাল’ কলকাতার।
কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরু হয়েছিল বুধবার রাত আটটায়। খেলা যখন শেষ হল, তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় দেড়টা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রসিকতা—সবাই রাতে ঘুমোচ্ছে, আমরা আইপিএল খেলছি। হিসেব মতো বুধবারে শুরু হওয়া খেলা শেষ হল বৃহস্পতিবারে। প্রকৃতির রোষে পড়ে প্রায় হাল ছেড়ে দেওয়া ম্যাচ জিতে নিল কেকেআর। গৌতম গম্ভীরের দাপটে আইপিএল ফাইনালে ওঠার লড়াইতে টিকে থাকল শাহরুখ খানের দল।
ক্রিকেটপাগলরা বলছেন, কলকাতা কোয়ার্টার ফাইনাল জিতে টিকে রইল টুর্নামেন্টে। বুধবারের রুদ্ধশ্বাস ম্যাচ নাইটদের কাছে কোয়ার্টার ফাইনালই বটে। চলতি মাসের ১৯ তারিখ কেকেআর-এর সামনে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচটি কলকাতার দলটির কাছে ‘সেমিফাইনাল’। বেঙ্গালুরুতেই খেলা। বৃষ্টির পূর্বাভাষও রয়েছে। খেলা যদি না-হয়, তাহলে যে পরেরদিন আবারও খেলা হবে, সেই অবকাশও নেই। এমনই সূচি করা হয়েছে আইপিএল প্লে অফের। আর এই সূচি নিয়েই ক্ষুব্ধ কেকেআর মালিক শাহরুখ খান। আইপিএল-এর সূচি নিয়ে অসন্তুষ্ট নাইট অধিনায়ক গৌতম গম্ভীরও। বেঙ্গালুরুতে মাঠে নামার আগেই বরুণদেবতা লাল চোখ দেখাচ্ছিলেন। কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটা বৃষ্টির জন্য ভেস্তেও যেতে পারত। আর ম্যাচ পণ্ড হয়ে গেলে খালি হাতে কলকাতা ফিরতে হত গৌতম গম্ভীরদের। কারণ খেলা না-হলে কলকাতা নাইট রাইডার্সকেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেত হত। সাধারণত প্রাকৃতিক কারণে ম্যাচ না-হলে, রিজার্ভ ডে রাখা হয়। আইপিএল-এর প্লে অফে রাখা হয়নি কোনও রিজার্ভ ডে। সুনীল গাওস্করের মতো প্রাক্তন ক্রিকেটারও সমালোচনা করেছেন এই সূচির। কিংগ খানও মেনে নিতে পারেননি তা। ম্যাচ জিতলেও টুইট করে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন কিংগ খান। টুইটে শাহরুখ লিখেছেন, ‘আজ জিতে ভালই লাগছে। তবে প্লে অফে ম্যাচ পরিত্যক্ত হলে রিজার্ভ ডে-র বন্দোবস্ত রাখা উচিত।’
ভুল কিছু বলেননি শাহরুখ। বহির্বিশ্বে আইপিএল নিয়ে চর্চা হয়। টাকার খেলা চলে এই টুর্নামেন্ট ঘিরে। আর সেই টুর্নামেন্টের সূচিতেই কিনা সমস্যা!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন