জিতে গিয়ে যা বললেন থারাঙ্গা
টেস্ট সিরিজের পর সফরকারী বাংলাদেশ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করতে পারায় অনেকটাই স্বস্তিতে আছেন লঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশের আগে দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজে লঙ্কানরা হেরেছে ৫-০ ব্যবধানে।
সব মিলিয়ে লঙ্কানদের ঘাড় থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেলো এই জয়ের মধ্যদিয়ে। বাংলাদেশের সাথে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হেরেছিলো ৯০ রানের বড় ব্যবধানে।
তারপর দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট ৩১১ রানের বড় সংগ্রহ করলেও, ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। সিরিজের শেষ ম্যাচে ঠিকই ঘুড়ে দাঁড়িয়েছে লঙ্কানরা। ৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগারদের। শেষ ম্যাচ জিতে স্বস্তিতে থাকা শ্রীলঙ্কা দলের অধিনায়ক থারাঙ্গা বলেছেন,
“স্বস্তি অবশ্যই পাচ্ছি। বেশ চাপে ছিলাম আমরা। এই ম্যাচটি জিততেই হতো। ছেলেরা খুব ভালো ভাবে ঘুরে দাঁড়িয়েছে। সব মিলিয়ে শেষটা খুব ভালো হয়েছে। ”
তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার থারাঙ্গা ও দানুশকা গুনাথিলাকা মিলে দারুণ শুরু এনে দিয়েছিলেন লঙ্কানদের। টপ অর্ডার ব্যাটসম্যান কুসল মেন্ডিসও পেয়েছেন অর্ধশত রানের দেখা।
শেষের দিকে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ৪০ বলে ৫২ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে তুলে ২৮০ রানের পুঁজি। ম্যাচে দারুন খেলা থিসারা পেরেরার প্রশংসা করে লঙ্কান অধিনায়ক থারাঙ্গা বলেন,
“দারুণ শুরুর পরও দুটি রান আউটে আমরা মোমেন্টাম হারিয়ে ফেলেছিলাম। কিন্তু থিসারা পেরেরা অসাধারণ ব্যাট করেছে আজ। দারুণ পরিণত এক ইনিংস খেলেছে। সময় নিয়ে থিতু হয়েছে, পরে দারুণভাবে শেষ করেছে। নিজের ভূমিকাটা সে বুঝতে পেরেছে। দলের প্রয়োজনে দায়িত্ব নিয়ে খেলেছে। ”
সিরিজের প্রথম ম্যাচে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেও জেতাতে পারেননি দলকে থিসারা পেরেরা। দ্বিতীয় ম্যাচে ৯ রান করে হয়েছেন রান আউট। যদিও ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। শনিবার ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সত্যিই খেলার পার্থক্য গড়ে দিয়েছেন তিনি। যার ফলাফল স্বরূপ ম্যাচ সেরার পুরষ্কারও উঠেছে এই লঙ্কানের হাতেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন