জিনপিং গেছেন, যায়নি সড়কের প্রতিবন্ধক


চীনের প্রেসিডেন্টের দুই দিনের সফরে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য রাখা প্রতিবন্ধগুলো এখনও সড়কে ফেলে রেখেছে পুলিশ। সড়কের ধারে ফেলে রাখা এসব প্রতিবন্ধকের জন্য বিশেষভাবে বিড়ম্বনায় আছেন মোটর সাইকেল চালকরা।
বিমানবন্দর মোড় থেকে খিলক্ষেত ক্রসিং পর্যন্ত সড়কের বাম পাশে শত শত ঢালাই করা বোল্ডার ফেলে রাখা হয়েছে। যখন যানজট থাকে না, তখন এগুলো খুব একটা সমস্যা মনে না হলেও সকালে অফিস সময় বা সন্ধ্যায় বাড়ি ফেরার সময় যখন গাড়ির চাপ বাড়ে, তখন এগুলো বিড়ম্বনা তৈরি করে।
সড়কে যানজট বাঁধলে মোটর সাইকেল চালকরা সাধারণত বাম পাশের ফাঁকা জায়গা দিয়ে চলে। কিন্তু এসব প্রতিবন্ধকের কারণে গত কয়দিন ধরে মোটরসাইকেলগুলো চলতে পারছে না স্বাভাবিক গতিতে।
গত শুক্রবার ও শনিবার জিনপিং যেসব জায়গায় গেছেন, সেসব এলাকাতেই যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছিল। সেই ভোগান্তির রেশ কাটেনি এখনো।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিমানবন্দর থেকে খিলক্ষেত পর্যন্ত সড়কের পূর্ব পাশে যান চলাচল নিয়ন্ত্রণে রাখার জন্য যেসব ব্যারিকেড ব্যবহৃত হয় সেসব ব্যারিকেড রাস্তার উপরেই ফেলে রাখা হয়েছে।
সোমবার বেশ কয়েকজন মোটর বাইক চালক এসব ব্যারিকেডের ফলে বিরক্তি প্রকাশ করেন। লিটন মিয়া নামে একজন বলেন, ‘রাস্তার উপর এসব ফেলে রাখার কোন মানে হয় না। ট্রাফিক পুলিশ কি ঘুমায়? তাদের চোখে কি এসব পড়ে না? তাদের সামান্য গাফিলতির জন্য সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।’
রাজধানীর বনানীর বেসরকাবি আইটি ফার্মে চাকরি করেন আনোয়ারুজ্জামান। তিনি বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়েই নিজের মোটর বাইকে করে অফিসে যাতায়াত করি। কিন্তু গত দুই দিন ধরে খেয়াল করলাম বিমানবন্দর-খিলক্ষেত সড়কের বাম পাশে যত্রতত্র ব্যারিকেড ফেলে রাখা হয়েছে। এসব ব্যারিকেডের কারণে এই সড়ক দিয়ে চলাচল করতে মোটর বাইক চালকরা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। ট্রাফিক পুলিশের উচিত এসব ব্যারিকেড অযথা ফেলে না রেখে দ্রুত সরিয়ে ফেলা।’
বেশ কয়েকজন অটোরিকশা চালকও রাস্তার পাশে ফেলে রাখা ব্যারিকেডের ফলে তাদের সমস্যার কথা জানান। এসব ব্যারিকেড সরিয়ে ফেলা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা বলেন, এসব সড়কে ফেলে না রেখে ফুটপাতে রাখা যেতো।
এসব প্রতিবন্ধক কেন এখনও সড়ক থেকে সরানো হয়নি জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী ঢাকাটাইমসকে বলেন, ‘সব জায়গায় এসব প্রতিবন্ধক নাই, সেগুলো এলাকায় আছে, সেগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













