জিম্বাবুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবুয়েকে হারিয়ে কোয়ারটার ফাইনালে উঠেছে ওয়েস্ট-ইন্ডিজ। জিম্বাবুয়েকে ২ রানে হারিয়েছে ওয়েস্ট-ইন্ডিজ। চট্টগ্রামের শেখ জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে জিম্বাবুয়ে। পোপ ও ইমলাচ ৪২ রানের উদ্বোধনী জুটি গড়েন। পোপ ৩০ ও ইমলাচ ৩১ রান করে আউট হন। এরপর স্প্রিংগারে ফিফটিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৬ রান তোলে ওয়েস্ট-ইন্ডিজ। স্প্রিংগার সর্বোচ্চ ৬১ রান করেন। জিম্বাবুয়ের মাগারিরা ৩টি ও মাধেভেরে ২টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ভালই সূচনা করে জিম্বাবুয়ে। ৪২ রানের উদ্বোধনী জুটি পায় জিম্বাবুয়ে। ওপেনার সিডার ৫২, ইভের ৩৭ ও কীফের ৪৩ রানের ইনিংসের ওপর ভর করে জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েই বিপদে পড়ে জিম্বাবুয়ে। ৪৯ ওভারে ২২৪ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। ওয়েস্ট-ইন্ডিজের জোসেপ ৪টি ও স্প্রিংগার ২টি করে উইকেট নেন।
দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ১০ উকেটের বিশাল ব্যাবধানে জারিয়ে শান্তনার জয় পেয়েছে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়া বর্ত্মান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে স্কপটল্যান্ডকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। স্কটল্যান্ডের কোন ব্যাটসম্যানই সুবিধা করতে পারে নি। ৪৫.৪ ওভারে ১২৭ রানেই অল-আউট হয় স্কটল্যান্ড। স্কটল্যান্ডের কার্নেগি ২৯ ও ম্যাকক্রিয়েথ ২৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার গেলিয়েম, মুল্ডার, উইটেহেড ও জোরজি ২টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার স্মিথ ও ভিরেন্নে ব্যাটেই জয়ের ভিত পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২৯ ওভারে ১২৬ বল হাতে রেখে ১০ উকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। স্মিথ ও ভিরেন্নে দুজনেই ৬৪ রানে অপরাজিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন