জিম্বাবুয়ের নয়া অধিনায়ক হলেন মাসাকাদজা

জিম্বাবুয়ে ক্রিকেট দলের নতুন অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। সম্প্রতি বাংলাদেশ সফর শেষে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন এল্টন চিগুম্বুরা। তার স্থানেই নতুন অধিনায়ক হলেন মাসাকাদজা।
এই মুহূর্তে ২৯ টেস্ট ও ১৬৫টি ওয়ানডে ম্যাচ খেলা ৩২ বছর বয়সী মাসাকাদজাই জিম্বাবুয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। লেগ স্পিনার গ্র্যায়েম ক্রিমার হয়েছেন নতুন সহ-অধিনায়ক। এর আগে মাসাকাদজা টেস্ট ও সীমিত ওভারের ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন। জিম্বাবুয়ে ক্রিকেট অবশ্য সিদ্ধান্ত নিয়েছে ভিন্ন ভিন্ন ফর্মেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক নিয়োগ দেবার।
ফর্মহীনতার কারণে অতীতে মাসাকাদজার দল থেকে বাদ পড়ার রেকর্ডও রয়েছে। কিন্তু আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সিরিজগুলোতে তিনিই ছিলেন দলের সেরা খেলোয়াড়। বিশ্ব র্যাঙ্কিংয়ে সবার নিচে অবস্থানকারী জিম্বাবুয়ে ২০১৪ সালের পরে টেস্ট খেলেনি এবং ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত কোন টেস্ট ম্যাচে জিততে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন