জিম্বাবুয়ের প্রতিরোধের চেষ্টায় আছে

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৮ রান সংগ্রহ করতেই চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল জিম্বাবুয়ে। তবে পঞ্চম উইকেটে ৪৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা ও সিকান্দার রাজা। এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভার শেষে চার উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১২৩ রান। ২৭ রান নিয়ে উইকেটে আছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ২৩ রান নিয়ে ব্যাট করছেন রাজা।
পঞ্চম ওভারে ওপেনার রিজিস চাকাবভাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন আরাফাত সানি। ১৬ বল খেলে মাত্র এক রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন চাকাবভা। পরের ওভারে বাংলাদেশের দ্বিতীয় সাফল্যটি এসেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত ধরে। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন চামু চিভাভাকে। ৯ বলে ১৪ রান করে আউট হয়েছেন চিভাভা। নবম ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। অফ কাটারে পরাস্ত হয়ে শর্ট মিডউইকেটে নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন শন উইলিয়ামস (১৪)। ২১তম ওভারে লিটন দাসের দারুণ থ্রোতে রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন ২৬ রান করা ক্রেইগ আর্ভিন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের ৭৬, নাসির হোসেনের ৪১ ও সাব্বির রহমানের ৩৩ রানের সুবাদে স্কোরবোর্ডে ২৪১ রান জমা করেছিল বাংলাদেশ।
প্রথম ম্যাচে ১৪৫ রানের বিশাল ব্যবধানের জয় দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের। অন্যদিকে জয় দিয়ে সমতা ফেরানোর সর্বোচ্চ চেষ্টাই করবেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন