জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানলেন সাকিব
বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানলেন সাকিব আল হাসান। ১২ ওভারের শেষ বলে ডু প্লেসিকে তামিমের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান সাকিব। আউট হওয়ার আগে সিবান্দা করেন ৪৬ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১২ ওভার শেষে ১ উইকেটে ১০৩ রান। মাসাকাদজা ৪৯ রান নিয়ে ব্যাট করছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও স্টার স্পোর্টস-৪।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে শুভ সূচনা এনে দেয় সফরকারী দলের দুই ওপেনার ভুসিমুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৭ বড় সংগ্রহের ইঙ্গিত দেয় এই দুই ব্যাটসম্যান।
এদিকে গত বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে জয় দিয়েই বছরটি শুরু করতে চায় টাইগার অধিনায়ক মাশরাফি। আজকের ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও শুভাগত হোমের।
অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরা বলছেন, আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এটা ঠিক। তবে আমাদের কী করতে হবে, সে সম্পর্কে আমরা অবগত। আমরা সেরা ক্রিকেটই খেলতে চাই।
বাংলাদেশ দল :
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শুভাগত হোম।
জিম্বাবুয়ের একাদশ :
ভুসিমুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, শন উইলিয়ামস, পিটার মুর,সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এল্টন চিগুম্বুরা, ব্রায়ান ভেট্টরি, উইলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে ও গ্রায়েম ক্রেমার।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন