জিম্মি উদ্ধারে অভিযান শুরু
রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জিম্মি থাকা কমপক্ষে ২০ জনকে উদ্ধারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য। আজ শনিবার সকালে এই অভিযান শুরু হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের কমান্ডোরা রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে। তীব্র গোলাগুলি চলছে।’
বিবিসির খবরে জানানো হয়, রেস্তোরাঁয় আটকে পড়াদের মধ্যে কয়েকজন ইতালির নাগরিক রয়েছে। এ ছাড়া কয়েকজন জাপানি থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
গতকাল শুক্রবার রাতে রেস্তোরাঁয় হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
এই হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।
আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তা বিবিসিকে বলেন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সঙ্গে নিয়ে সেনা ও নৌ কমান্ডোরা অভিযানে নেতৃত্ব দিচ্ছে।
গুলশানে রেস্তোরাঁর আশপাশের এলাকার লোকজনের ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য রেস্তোরাঁর কাছে যাওয়ার পর গোলাগুলির শব্দ শোনা গেছে।
গতকাল রাত পৌনে ৯টার দিকে আট থেকে নয়জন অস্ত্রধারী হলি আর্টিসান রেস্তোরাঁয় ঢুকে প্রকাশ্যে গুলি চালায়। এ নিয়ে দেওয়া এক বিবৃতিতে আইএসের সংবাদ সংস্থা আমাক বলেছে, বিভিন্ন দেশের ২০ জনের বেশি লোককে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পর ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা দেশটির কয়েকটি গণমাধ্যমকে বলেন, রেস্তোরাঁটিতে সাতজন ইতালীয় নাগরিক রয়েছেন বলে মনে করা হচ্ছে।
জাপান সরকারের একজন মুখপাত্র বলেন, জিম্মিদের মধ্যে কয়েকজন জাপানি থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন