জিৎ এখন ঢাকায়

আজ সকাল ৯টায় ঢাকায় পৌঁছেছেন কলকাতার নায়ক জিৎ। বিকেল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
ঈদে মুক্তি পাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বাদশা’। ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক জিৎ ও বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন বলেন, ‘সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। আগামীকাল তিনি কলকাতায় চলে যাবেন। আজকের সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। ছবির প্রচারের জন্য বিভিন্ন টিভি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।’
জিৎ ও ফারিয়া ছাড়াও ‘বাদশা’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক ফেরদৌস, ভারতের অভিনেত্রী শ্রদ্ধা দাস প্রমুখ। ‘বাদশা’ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের প্রযোজক আবদুল আজিজ ও কলকাতার বাবা যাদব। ঢাকার জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ছবিটির কলকাতার প্রযোজক এস কে মুভিজ।
ঢাকায় জিতের এটি তৃতীয় সফর। এর আগে প্রথমবার ২০১৩ সালে ঢাকায় এসেছিলেন দুই বাংলার চলচ্চিত্র-সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করতে। আর দ্বিতীয়বারের মতো ‘বাদশা’ ছবির শুটিংয়ে গেল মার্চে ঢাকায় এসেছিলেন। তবে তখন তিনি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন