জিয়াউর রহমানের সমাধিতে হাত দিলে কেউ বসে থাকবে না : মোশাররফ

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে হাত দিলে এবার কেউ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মোশাররফ বলেন, জিয়ার সমাধিতে হাত দিলে সেই হাতে আগুনে দেয়া হবে। পুড়িয়ে দেয়া হবে। এমন সংস্কৃতি চালু করলে আপনাদের আত্মীয়স্বজনের কবরে জনগণ ধাবিত হলে কি করবেন? এ আগুনে হাত দেবেন না।
চন্দ্রিমা উদ্যানে কার মরদেহ দাফন হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্ন এরশাদকে জিজ্ঞাসা করেন উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যার পর তার মরদেহ পাহাড়ে লুকিয়ে রাখার চেষ্টা করলে জনগণ ও সেনাবাহিনী ঢাকায় নিয়ে এসেছিল। তারা ভুলে যেতে চায় আমরা স্মরণ করিয়ে দিতে চাই।
এত বড় জানাজা পৃথিবীর মুসলিম কোনো দেশে হয়নি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সবার উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়েছে। সেই সমাধি স্থানান্তর করবেন? আমার মনে হয় এর ফল ভবিষ্যতে ভালো হবে না।
মোশাররফ হোসেন বলেন, দেশে দুই স্বৈরাচার মিলে ফ্যাসিবাদ সৃষ্টি করছে। দুই স্বৈরাচারের সংমিশ্রণে দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের ভোটের অধিকার নেই, ভোটের প্রয়োজন হয় না। তারা জনগণকে ভয় পান, খালেদা জিয়া, তারেক রহমানকে ভয় পান। এর প্রমাণ হিসেবে দেখেছি ৫ জানুয়ারির নির্বাচন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন