জিয়ার মাজার রক্ষায় কমিটি করা দরকার
সরকার চন্দ্রিমা উদ্যান হতে জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র করছে। সরকার যদিও খুব ধীরে ধীরে আগাচ্ছে তবে সরকার সময় বুঝে যেকোনো সময় জিয়ার মাজার সরিয়ে দেবে। তখন বিএনপির কিছুই করার থাকবে না। চন্দ্রিমা উদ্যান হতে সরকার জিয়ার মাজার সরাবেই।
চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার রক্ষা করতে হলে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। বিএনপিকে সঙ্গবদ্ধ, ঐক্যবদ্ধ ও আন্দোলনে নামাতে ইস্যুটি প্রচণ্ডভাবে কাজ করবে। দলের সবাইকে জিয়ার মাজার ইস্যুতে ঐক্যবদ্ধ করা যাবে। দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে কোনো একজন তেজমান নেতাকে আহ্বায়ক করে কয়েক হাজার সক্রিয় নেতাকর্মীকে সদস্য করে “চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার রক্ষা কমিটি” গঠন করে এখন থেকেই শান্তিপূর্ণ আন্দোলনে নেমে পরা উচিত বলে অনেকেই মনে করছেন। যারা লাগাতার জেল-জুলুম নির্যাতন উপেক্ষা করে চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার রক্ষা করার জন্য আন্দোলন করতে পারবেন শুধু তাদেরকেই এই কমিটিতে রাখতে হবে। ম্যাডাম যাকেই দায়িত্ব দিয়ে এই রক্ষা কমিটি করে দেবেন সবাই সেই কমিটি মেনে নেবে বলে আমার বিশ্বাস।
সময় দ্রত চলে যাচ্ছে। চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার রক্ষা করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নাই। এই আন্দোলন শুরু করতে যত দেরি হবে ব্যর্থতার মাত্রা ততই বেড়ে যাবে। তাই আজকে ম্যাডামের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী জনগণের চরম প্রত্যাশা চরম আত্মত্যাগের বিনিময়ে হলেও চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার রক্ষা করতে হবে। জিয়ার মাজার রক্ষা করা এখন বিএনপির অস্তিত্বের প্রশ্ন। অনেকে মনে করেন, বিএনপির পিঠ এখন দেয়ালে ঠেকে যাচ্ছে। বিএনপির পেছানোর আর জায়গা নেই। এখন লড়াই ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। এই লড়াই হবে টিকে থাকার লড়াই। এই লড়াই হবে আদর্শের তাই এখন সবাইকে এই লড়াইয়ে নামার সবার প্রস্তুত হওয়ার সময়।
লেখক: সাবেক সংসদ সদস্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন