শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জিয়া ও এরশাদ পরিবার রাষ্ট্রপতির পেনশন পাচ্ছে না

অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা কোনো রাষ্ট্রপতি অবসরভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন না। এমন বিধান রেখে নতুন আইন সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৫’-এর খসড়াটি উত্থাপন করা হয়।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসাইন মুহাম্মদ এরশাদের সময়কে বাদ দিয়ে এই বিলের অনুমোদন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের শাসনামলকে সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন। ফলে রাষ্ট্রপতির পেনশন অর্ডিনেন্সের সব ধরনের সুবিধার বাইরে থাকছে তাদের পরিবার।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, এটি ১৯৭৯ সালের আইন। পরবর্তীতে ১৯৮৮ সালে সামরিক শাসনের আমলে একটি অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি মন্ত্রিসভায় উঠানো হয়েছিল। মন্ত্রিসভা সেসময় কিছু নির্দেশনা দিয়ে পুনর্গঠন করতে বলেছিল। সে মোতাবেক আজ এটি উত্থাপন করা হলে ভোটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন এ আইনে উচ্চ আদালত ঘোষিত অসাংবিধানিতভাবে ক্ষমতা দখলকারী রাষ্ট্রপতিরা অবসরভাতা (পেনশন), আনুতোষিক ও অন্যান্য সুবিধার আওতায় আসবেন না। তবে স্বাধীনতার পর যেসব রাষ্ট্রপতি পেনশন সুবিধা নেননি তাদের উত্তরাধিকারীরা চাইলে এখন এ সুবিধা নিতে পারবেন। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর পরিবার কোনো পেনশন সুবিধা নেয়নি বলে জানান তিনি। এখন চাইলে তার পরিবার পেনশন সুবিধা নিতে পারবে।

তিনি আরও জানান, কোনো অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি যদি কোনো কারণে ফৌজদারি অধরাধে অভিযুক্ত হন, তাহলে তিনি পেনশন সুবিধা পাবেন না। এছাড়া রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর কোনো প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে বেতন ভাতা পাচ্ছেন বা পাইবেন তাহলে তিনি অবসর ভাতার পাবেন না।

মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, নতুন এ আইনে রাষ্ট্রপতিগণ বেতন-ভাতার ৭৫ শতাংশ হারে অবসর ভাতা পাবেন। সে হিআবে বর্তমান রাষ্ট্রপতি ৪৫ হাজার ৯০০ টাকা করে পেনশন ভাতা পাবেন বলেও জানান সচিব।

এক প্রশ্নের জবাবে সচিব জানান, জিয়াউর রহমানের পরিবার এবং এইচ এম এরশাদ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অবসর ভাতা নিচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে তারা সুবিধা নেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের