জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী জেরা ৪ ফেব্রুয়ারি
দুদকের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে পরবর্তী জেরার জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ দিন ধার্য করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে দ্বিতীয় দিনের মত জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী। এদিনও তদন্ত কর্মকর্তার জেরা শেষ না হওয়ায় বিচারক আগামী ৪ ফেব্রুয়ারি পরবর্তী জেরার জন্য দিন নির্ধারণ করেছেন।
খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান।
তবে এ সময় আদালতে অনুপস্থিত ছিলেন মামলার প্রধান আসামি খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময় আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। আদালত সময় মঞ্জুর করে তদন্ত কর্মকর্তাকে জেরা করার আদেশ দেন।
এর আগে গত ১৪ ও ২১ জানুয়ারি তদন্ত কর্মকর্তাকে খালেদার পক্ষে আংশিক জেরা করেন তার আইনজীবী।
২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্টের দুই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
এ মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরী ও বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন