জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে দক্ষিণের মানুষ

ঈদুল আজহার ছুটির পর কর্মস্থলে ফেরার পথে আবার দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিস রবিবার। আগের দিন আজ শনিবার তাই ট্রেন-বাস-লঞ্চে ছিল অস্বাভাবিক ভিড়।
দক্ষিণাঞ্চলের মানুষের প্রধান পরিবহন লঞ্চ-স্টিমারে আজ তিল ধারনের ঠাঁই ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ।
কাউখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন লঞ্চঘাট ও স্টিমারঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কাউখালী থেকে শনিবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ছয়টি লঞ্চ ও একটি স্টিমার।
এমভি পূবালী-১, টিপু-১২, অগ্রদূত প্লাস, আসা যাওয়া, মর্নিংসান-৫, অভিযান, পূবালী লঞ্চে তিল ধারণের জায়গা ছিল না। অতিরিক্ত যাত্রী ও কয়েক গুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ছেড়ে যায় লঞ্চগুলো। এরপরও রয়েছে ছোট-বড় ২০টি লঞ্চ ঘাট।
সর্বশেষ ছেড়ে যাওয়া এমভি পূবালী-১ লঞ্চে জায়গা না থাকায় পুলিশ অতিরিক্ত প্রায় ২০০ যাত্রীকে লঞ্চে উঠতে দেয়নি। পরে তারা বাড়ি ফিরে যায়।
এদিকে লঞ্চ-স্টিমারগুলো যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লঞ্চঘাটের সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে প্রথম শ্রেণির ডাবল কেবিনের ভাড়া নেয়া হচ্ছে ২ হাজার ২০০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং ডেকের ভাড়া নেয়া হচ্ছে ২৫০ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন