‘জীবনে ভালো-খারাপ, দুটো সময়ই আসবে’

বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের জন্মদিনে মঙ্গলবার বিশ্বজুড়ে অভিনন্দন আর উচ্ছ্বাসের এক ঢেউ বয়ে গেল! খোদ আইসিসি থেকে শুরু করে সানরাইরাইজার্স হায়দ্রাবাদ কিংবা ডেভিড ওয়ার্নারের মত খ্যাতনামা ক্রিকেটাররা জানালেন জন্মদিনের শুভেচ্ছা।
শুভেচ্ছায় ভাসতে থাকা মুস্তাফিজ একগাল হাসি দিয়ে বলেন, ‘খুব ভালো লাগছে। জন্মদিনের আনন্দের চেয়েও বড় কথা, অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। একসময় তো এরকম কল্পনা করতে পারিনি। এখন এতো মানুষ শুভেচ্ছা জানাচ্ছে! সবাইকে ধন্যবাদ।’
ইনজুরি ও অস্ত্রোপচারের ধাক্কা কাটাতে এখন মাঠের বাইরে আছেন ‘কাটার মাস্টার’। বলা যায়, সময়টা তার একটু খারাপই যাচ্ছে। তবুও, তার আক্ষেপ নেই। বললেন, ‘জীবনে ভালো-খারাপ, দুটো সময়ই আসবে। আর এটা তো খুব খারাপ না। একটা ইনজুরি হয়েছে, সেরেও যাবে। কষ্ট লাগে যে, দুটো সিরিজ খেলতে পারব না। তবে ক্রিকেটে তো এটা হতে পারে।’
ইনজুরির অবস্থা ও পুনর্বাসনের ধরণ জানতে চাইলে মুস্তাফিজ বলেন, ‘এখনো আগের কাজই করে যাচ্ছি। আগের মতো সামান্য কিছু ব্যায়াম করছি। পরের সপ্তাহ থেকে কাজ বাড়বে হয়তো। এমনই জানানো হয়েছে আমাকে।’ইত্তেফাক
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন