”জীবনে শেষবার কলেমা পড়ার জায়গায় বরাবরের মত তোকেই গালি দিতে হলো”

পুরনো বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি ছিলোনা, ছিলো জীবন সংক্রান্তি। তেরো তারিখ, শনিবার কিংবা ২৫ তারিখ আমার খুব প্রিয়। শুনেছি তেরো নাকি আনলাকী সংখ্যা ,এজন্য আরো বেশী পছন্দ। আমার বেশীর ভাগ এ্যালবাম তেরো তারিখ কিংবা শনিবারে বের হয়েছে। ২৫ আমার জন্ম তারিখ, শনি আমার জন্মবার ।
গতবছর ২৫শে এপ্রিল শনিবারেই শক্তিশালী ভুমিকম্প হয়েছিলো, এবার ১৩ই এপ্রিল। সোহেল মেহেদীর একক এ্যালবাম “কথা দাও” এর প্রকাশনা উৎসব সেরে, মুহিনের কাছে গাড়ীর চাবি দিয়ে হেঁটে চলে এলাম অফিসে, উদ্দেশ্য সুলতান সুলেমান দেখা।
হঠাৎ করেই পেছনে ঝাঁকি খেলাম, দেখলাম পারফিউমের ভেতরের লিকুইডটা কাঁপছে, জনির সাথে চোখাচোখি হতেই আস্তে দাঁড়িয়ে দরজা খুলে লিন্টারের নীচে দাঁড়ালাম । একজন অতি আতঙ্কিত, পায়চারী করছে, গালি দিয়ে পাশে এসে দাঁড়াতে বললাম। সাথে এটাও বললাম, জীবনে শেষবার কলেমা পড়ার জায়গায় বরাবরের মত তোকেই গালি দিতে হলো, তার নাম নির্মল !!!
এক পর্যায়ে তার চাপে আস্তে আস্তে সিড়ি বেয়ে নীচে নেমে খোলা জায়গায় দাঁড়ালাম । অফিসের আরেক সুশীল সদস্য ভূ-কম্পন চলা কালে আস্তে ধীরে মোজা পড়লো, তারপর জুতোর ফিতা বেঁধে নীচে নামলো। ততক্ষনে ভূমিকম্প পাকিস্তানে। আগের রাতের আতঙ্কিত জাতি পরদিনই মেতে উঠলো উৎসবে। সাব্বাশ !!!!
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন