জীবনে সফল হতে চান? নিজেকে মাত্র ১০টি প্রশ্ন করুন
জীবনে সাফল্য কে না চায়! কিন্তু সফল হতে গেলে নিজের কাছেই কয়েকটি প্রশ্নের সোজাসাপটা উত্তর থাকা দরকার। নিজের কাছেই নিজে জেনে নিন উত্তর।
সাফল্য আনে স্বপ্ন। কারণ, স্বপ্নপূরণের নামই সাফল্য। তাই নিজের স্বপ্ন নিজের কাছে পরিষ্কার থাকা দরকার। আর সেটা করতে হলে নিজেকে এই ১০টি প্রশ্ন করুন।
১। আপনি ঠিক কোন লক্ষ্যে পৌঁছতে চান?
২। আপনার কোন কাজের জন্য মানুষ আপনাকে মনে রাখবে?
৩। আপনি অনেক অনেক টাকা পেলে ঠিক কী কী করবেন?
৪। আপনার স্বপ্নের গন্তব্য কোন জায়গা? যেখানে একবার অন্তত যেতে চান।
৫। যদি আপনাকে নিয়ে কখনও সিনেমা তৈরি হয়, তখন কে আপনার চরিত্রে অভিনয় করবেন?
৬। আপনি সুপার পাওয়ার পেলে কী বদল ঘটাতে চান?
৭। কোন বিষয়টাকে আপনি একেবারেই পছন্দ করেন না?
৮। কে সেই মানুষ, যাঁকে নিয়ে একটা দিন কাটানো আপনার স্বপ্ন?
৯। কী সেই উপহার, জীবনে যা একবারের জন্য হলেও আপনি পেতে চান?
১০। ঠিক কী হলে আপনি নিজেকে সফল মনে করবেন?
এবারে আপনার উত্তরগুলো লিখে ফেলুন। প্রতিদিন সেই লেখাটা পড়ুন এবং ভাবুন সেটা অর্জন করতে আপনি কী কী করেছেন, এখনও কী কী করা দরকার।
একদিন নিজের স্বপ্ন নিজে ছুঁতে পারবেনই পারবেন। আর সেদিনই আপনি সত্যিকারের সফল মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন