জীবন বাজি রেখে ভেলায় ভেসে আরও শতাধিক রোহিঙ্গার আগমন

জীবন বাজি রেখে বাঁশের ভেলায় চড়ে বাংলাদেশে প্রবেশ করেছেন আরও শতাধিক রোহিঙ্গা। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এসে পৌঁছায় তারা।
ভেলায় চড়ে আসা এসব রোহিঙ্গাদের বেশিরভাগ শিশু ও নারী। এর আগে বুধবার শাহপরীর দ্বীপে একইভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল ৫২ রোহিঙ্গা।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, সকালে নারী ও শিশুসহ দুটি ভেলা ও একটি নৌকায় করে প্রায় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। উদ্ধারের পর তাদের মানবিক সহযোগিতা দিয়ে রোহিঙ্গা শরাণার্থী শিবিরে পাঠানো হবে।
ভেলায় করে আসা রোহিঙ্গা নারী দিলবাহার বেগম বলেন, মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে দেশ ছেড়ে পরিবারকে নিয়ে চলে এসেছি। এখানে নৌকা চলাচল বন্ধ থাকায় প্লাস্টিকের জারিকেন ও বাঁশ দিয়ে ভেলা তৈরি করে ঝুঁকি নিয়ে নাফ নদী পাড়ি দিয়ে এপারে আশ্রয় নিয়েছি।
বিজিবি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে কড়াকড়ির কারণে আগের মতো নৌকা পারাপার করতে পারছে না। বলতে গেলে নৌকা চলাচল এখন বন্ধ রয়েছে। তাই রোহিঙ্গারা বাঁশের ভেলায় করে আসছে। তাছাড়া তাদের অনেকে কাছে নৌকার ভাড়া নাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন