জুটি বাঁধলেন জায়েদ-মৌ
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মৌমিতা মৌ। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন তিনি। এবার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন মৌমিতা।
কামরুজ্জামান (তাজু কামরুল) পরিচালিত ‘পুলিশ বাবু’ শিরোনামের সিনেমায় এ জুটিকে দেখা যাবে। এর মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন তারা।
এ প্রসঙ্গে কামরুজ্জামান (তাজু কামরুল) বলেন, ‘অ্যাকশন ঘরানার সিনেমা ‘পুলিশ বাবু’। এতে চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে মৌমিতা মৌ অভিনয় করবেন। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন জায়েদ খান। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছি। আগামী ২২ মার্চ থেকে একটানা কাজ শুরু করব।’
মৌমিতা মৌ বলেন, ‘‘এর আগে আমি জায়েদ ভাইয়ের সঙ্গে ‘অন্তর জ্বালা’ সিনেমায় অভিনয় করেছি। কিন্তু এতে আমাদের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। এবারই প্রথম হিরো হিসেবে জায়েদ ভাইকে পেয়েছি। আশা করছি, কাজটি ভালো হবে।’’
সিনেমাটির কাহিনি লিখেছেন গুণী কাহিনিকার ছটকু আহমেদ। এতে জায়েদ খান-মৌমিতা মৌ ছাড়াও চিত্রনায়ক শাহরিয়াজ ও নবাগত মেহেরিমা জুটিকে দেখা যাবে। এতে মোট পাঁচটি গান থাকছে।
একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমার শুটিং করছেন তিনি। এদিকে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন। এ দুটি সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তা ছাড়া জি সরকার পরিচালিত ‘খোদার কসম’ ও মোহাম্মদ আসলামের ‘সমাধান’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ। খুব শিগগির এসব সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এ ছাড়াও বেশ কয়েকটি সিনেমার কথা চলছে।
এদিকে মৌমিতা মৌ অভিনীত মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ সিনেমাটির শুটিং শেষ করে মুক্তি অপেক্ষায় রয়েছে। ‘গোপন সংকেত’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন