জুটি বাঁধলেন নিরব-মম

চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী জাকিয়া বারী মম ২০০৬ সালে ‘অন্যরকম ভালোবাসা’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। হয়ে গেছে ১০ বছর। এবার আর নাটকে নয় তারা জুটিবদ্ধ হয়েছেন চলচ্চিত্রে।
এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তারা। ছবির নাম— ‘আমি শুধু তোর হবো’। ছবিটি পরিচালনা করবেন রফিক শিকদার। আর প্রযোজনা করবে এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মস।
নিরব নতুন ছবি প্রসঙ্গে জানান, ১ আগস্ট থেকেই ছবিটির শুটিং শুরু হবে পাবনাতে। পাবনা মেডিকেল কলেজে, কাশিনাথপুর জেল, হাইকোর্ট, পাকশী সেতুতে ছবির বেশকিছু দৃশ্যায়ন করা হবে। সব মিলিয়ে টানা ১৫-২০ দিন শুটিং হবে ওখানে।
নিবর বলেন, ‘গল্পে আমি অমিত চরিত্রে অভিনয় করব। এই ছেলেটি সব সময় ভালোর পক্ষে থাকে। কখনই অন্যায় মেনে নেয় না। ঘটনাক্রমে ফেঁসে যায় অমিত। অন্যদিকে দেখা যাবে শিক্ষকের মেয়ে নীলিমার সঙ্গে তার প্রেম। এই নীলিমা চরিত্রে দেখা যাবে মমকে।’
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মসের কর্ণধার আবদুল মজিদ মিল্টন বলেন, ‘গত বছর আমার গেম ছবিটি মুক্তি পায়। নতুন ছবির জন্য হাতে কিছুটা সময় নিয়েছি। আশা করছি একটি ভালো ছবি উপহার দিতে পারব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন