টেষ্টে অভিষেক, জুটি ভাঙলেন তাসকিন

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে কিউই শিবিরে দ্বিতীয় আঘাত হানলেন অভিষিক্ত বোলার তাসকিন আহমেদ। দলীয় ১৩১ রানের মাথায় ৭৩ রানের জুটি ভেঙে উইলিয়ামসনকে বিদায় করলেন তাসকিন। আউট হওয়ার আগে ৫৫ বলে ৫৩ রান করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
সাত নম্বরে ব্যাট করতে নামা সাব্বির রহমান খুব একটা হতাশ করেননি। করেন ৫৪ রান। শেষ পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশনে ৮ উইকেটে ৫৯৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
তৃতীয় দিনের শুরুতেই উইকেটের দেখা পায় নিউজিল্যান্ড। পেসার নেইল ওয়াগনারের বলে দ্বিতীয় স্লিপে টেলরের হাতে ক্যাচ তুলে দেন তাসকিন আহমেদ। নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাসকিনের ব্যাট থেকে এলো ৩ রান।
সাকিব আল হাসানের রেকর্ডময় ডাবল সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ১৫৯ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪২ রান করে বাংলাদেশ। সাকিব আল হাসান ২৭৬ বলে ৩১ চারের সাহায্যে করেন ২১৭ রান।
মুশফিকুর রহিম ২৬০ বলে ২৩ চার ও ১ ছক্কায় করেন ১৫৯ রান। তবে দিনের শেষ বলে আউট হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ১০ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান।
বৃষ্টি ও আলোর স্বল্পতায় প্রথম দিন মাত্র ৪০.২ ওভার খেলে ৩ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুমিনুল হক ৬৪ ও সাকিব আল হাসান ৫ রানে অপরাজিত থাকেন। ৫৬ রান করে বিদায় নেন তামিম।
LIVE খেলা দেখুন ভিডিও নিচে ক্লিক করেঃ
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন