জুতো খুললেই নাক টিপতে হয়? যে ৭টি উপায়ে দূর হবে দুর্গন্ধ…
আপনি কি ঢাকা জুতো পরেন? আর জুতো খুললেই চারপাশের সবাই ত্রাহি ত্রাহি ডাক ছাড়েন? তবে জেনে নিন কী কী কী উপায়ে এই সামাজিক লজ্জা থেকে নিজেকে বাঁচাবেন আপনি।
জুতো খুললেই কি সারা ঘর আপনার পায়ের গন্ধে সুবাসিত হয়ে ওঠে? আসছে আবার গরমকাল। সমস্যা আবার বাড়বে বই কমবে না। জেনে রাখুন জুতো-মোজার দুর্গন্ধ দূর করার ৭টি টিপস—
১) পা সব সময় পরিষ্কার রাখবেন। শুধু সাবান বোলালে হবে না। হ্যান্ড ওয়াশ দিয়ে ভাল করে পা ধোবেন এবং স্ক্রাবিং করবেন।
২) পা ধোয়ার পরে পা ভাল করে শুকনো করে মুছবেন। ভিজে পা-তে ব্যাকটেরিয়া বাসা বাঁধে বেশি আর এই ব্যাকটেরিয়াই হল পায়ে দুর্গন্ধ হওয়ার কারণ। তাই সব সময় পা শুকনো রাখবেন।
৩) বেরনোর আগে পায়ে ভাল করে অ্যান্টি-পার্সপায়রান্ট লাগান। এতে ঘাম কম হবে। তবে এটা লাগিয়ে সঙ্গে সঙ্গে জুতো পরবেন না।
৪) আধ কাপ ভিনিগার এবং আধ কাপ আইসোপ্রোপিল অ্যালকোহল মিশ্রণ নিয়ে পায়ের পাতায় ভাল করে মাখুন। ব্যাকটেরিয়া ধ্বংস করতে খুব কাজে দেয়।
৫) জুতো পরার আগে পায়ে ভাল করে ট্যালকাম পাউডার বা বেকিং সোডা মাখিয়ে নিন। অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন।
৬) মোজা ভাল করে কাচা খুব জরুরি, সেটা আর নতুন করে বলার কিছু নেই। মোজা কাচার সময় উল্টো করে তার ভিতর দিকটিও ভাল করে পরিষ্কার করবেন এবং অবশ্যই প্রতিদিন কাচা মোজা পরবেন।
৭) জুতোর ভিতরে লবঙ্গ রেখে দিন সব সময়ে। দুর্গন্ধ দূর করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন