জুনে আইসিসির হল অব ফেমে মুরালি
জুনে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির সময় প্রথম শ্রীলঙ্কান হিসেবে আইসিসির হল অব ফেমে জায়গা হচ্ছে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারীর।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, “আমরা গর্বিত যে মুরালি সর্বোচ্চ সম্মান পেতে চলেছে। ও আমাদেরকে অনেক সম্মান এনে দিয়েছে। তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এটাই প্রমাণ করে যে সে আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার।”
নব্বইয়ের দশকে শ্রীলঙ্কা ক্রিকেটের উত্থানের সঙ্গে ওৎপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মুরালির নাম। দেশটির ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ডানহাতি স্পিনার। তার চেয়ে চমকপ্রদ তথ্য হলো মুরালির মায়াবি দুসরায় প্রায় দুই দশক গোটা ক্রিকেট বিশ্ব বিমোহিত ছিল।
শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ, ভারত সফর বা চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আইসিসি’র হল অব ফেমে অন্তর্ভুক্তর জন্য মুরলিধরনকে প্রস্তাব দেয়া হয়েছিলো। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি বেছে নেন মুরালি। তাই আগামী ৮ জুন ওভালে ভারত-শ্রীলংকা ম্যাচে মুরলিকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে।
প্রসঙ্গত, হল অব ফেমের জন্য (আইসিসির সম্মানসূচক অনার্স বোর্ড) গত বছর মুরালিকে বেছে নিয়েছিল আইসিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন