জুস কেক পুডিং খেয়েছেন খাদিজা

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের দ্রুত উন্নতি হচ্ছে। আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে জুস, কেক, পুডিং ও কমলালেবু খেয়েছেন। চিকিৎসকেরা বলছেন, খাদিজার সুস্থতা এখন সময়ের ব্যাপার মাত্র।
খাদিজার ভাই শাহিন আহমেদ জানান, ‘খাদিজার অবস্থার কোনো পরিবর্তন নেই। গতকাল রোববার যেমন দেখেছিলাম আজও সেরকম মনে হয়েছে। ডাক দিলে তাকায়, আজ কেক, জুস, পুডিং, কমলালেবু খেয়েছে। তবে কোনো কথা বলে না সে। আসলে ও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। চিকিৎসকেরা বলছেন, স্বাভাবিক হতে আরো সময় লাগবে।’
এদিকে, স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের পরিচালক মির্জা নাজিম উদ্দিন জানান, ‘শঙ্কা অনেকটাই কেটে গেছে। খাদিজার সুস্থ হতে তিন মাস লেগে যেতে পারে। তার বাম হাত ও পা অবশ, এজন্য চিকিৎসায় সময় লাগবে। একটু অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে বলা যায়, খাদিজার সুস্থতা সময়ের ব্যাপার।’
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন