জেতার পরও কেন সংবাদ সম্মেলনে এলেন না মাশরাফি?
টানা পাচঁবার হারের পর কাল দেখা পান জয়ের। শনিবার রাজশাহীর বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছে কুমিল্লা। কিন্তু জয় পেলেও ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজে এলেন না। মোহাম্মদ শরীফকে পাঠান অধিনায়ক মাশরাফি।
তবে মাঠ ছাড়ার আগে ধারাভাষ্যকারকে আর এড়াতে পারলেন না। জয়ের পরও গোমড়া মুখে, কাঁপা গলায় বলে গেলেন, ‘সামনের ম্যাচেও আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই।’
সোহেল তানভীর এবং সাইফউদ্দিন দুজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। মাশরাফি নিজে ৪ ওভার বল করে ১৫ রান খরচ করে ১ উইকেট নেন।
জয়ের পর বোলারদেরই কৃতিত্ব দিলেন মাশরাফি, ‘তানভীর এবং সাইফ ভালো করেছে। কৃতিত্বটা ওদেরই প্রাপ্য। গোটা টুর্নামেন্টে তার ব্যাটসম্যানরা ফর্মে নেই। মাশরাফি আজ বাধ্য হয়ে ৫ নম্বরে ব্যাট করেন। বেশি দূর অবশ্য যেতে পারেননি। ১০ রান করে ফেরেন।
তিনি বলেন, ব্যাটসম্যানরা এখনো ভুল করছে। সামনের ম্যাচে ভুলগুলো শোধরাতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন