জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষ, ৩ পুলিশ আহত

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিহারিদের দু’পক্ষে দফায় দফায় সংঘর্ষ চলছে। ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টাকালে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বেঁধে যায়। এতে ৩ পুলিশ আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান।
তিনি জানান, স্থানীয় মাদক বিক্রিকে কেন্দ্র করে ভোর থেকে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দফায় দফায় সঘর্ষ চলতে থাকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত হন। কিন্তু তাৎক্ষণিকভাবে আহতের নাম জানাতে পারেননি তিনি।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক জানান, মাদক কেনাবেচা সংক্রান্ত কোনো কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটে থাকতে পারে। অন্য কোনো কারণও থাকতে পারে। এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন