জেনে নিন, এক মিনিটে ফেসবুক, হোয়াটসঅ্যাপে কি করেন আপনি?
প্রত্যেক মিনিটে আমাদের জীবনে পরিবর্তন আসছে। শুধু মিনিটে কেনও, প্রতি সেকেন্ডেই বিশ্বজুড়ে ঘটে যাচ্ছে একের পর এক পরিবর্তন। আর সেই পরিবর্তনের ৯০ শতাংশ অংশেই এখন জুড়ে রয়েছে ইন্টারনেট। ফোন থেকে কম্পিউটার…টিভি থেকে ল্যাপটপ, সবটাই ইন্টারনেটের সাহায্যেই চলে। তবে, জানেন কী মাত্র এক মিনিটে ইন্টারনেট-বিশ্বে ঠিক কতটা পরিবর্তন ঘটে?
অনেকেই এই বিশাল কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল নন। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে ঠিক কী কী ঘটে ইন্টারনেট বিশ্বে এক মিনিটে…
১) সমীক্ষা অনুসারে প্রতি মিনিটে ১৫ কোটি ই-মেল পাঠানো হয় ইন্টারনেট ব্যবহার করে।
২) আনুমানিক ২ কোটি ৮০ লাখ হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠানো হয় বিশ্বজুড়ে এক মিনিটে।
৩) এই ১ মিনিনিটেই ৫ লাখ ২৭ হাজার ৭৬০টি ছবি আদানপ্রদান করা হয়ে বিভিন্ন সাইটের মাধ্যমে।
৪) ৭ লাখের বেশি ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করা হয়।
৫) ২ লাখ ৯৩ হাজার ফেসবুক স্ট্যাটাস পরিবর্তন করা হয়।
৬) ২০ লাখের বেশি ইউটিউব ভিডিও দেখা ও শেয়ার করা হয় প্রতি মিনিটে।
৭) সমীক্ষা অনুসারে ৩ লাখ ৪৭ হাজার টুইট করা হয় প্রতি মিনিটে।
এখানেই শেষ নয়, অসংখ্য ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, এক লাখের বেশি ভিডিও কল করা হয় স্কাইপ সহ বিভিন্ন ভিডিও কলিং অ্যাপসের মাধ্যমে এই এক মিনিটে।
এছাড়াও, অসংখ্য মানুষ ইন্টারনেটের মাধ্যমে অনলাইল শপিংও সেপে ফেলছেন এই এক মিনিটেই। অর্থাত্, সমীক্ষা অনুসারে মাত্র এক মিনিটে গোটা বিশ্বই প্রায় বদলে যাচ্ছে ইন্টারনেটের মহিমায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন