জেনে নিন বলিউড নায়িকাদের সম্পদের পরিমাণ

সৌন্দর্য, ফ্যাশন, স্টাইল স্টেটমেন্ট, অভিনয় সবেতেই একে অপরকে টেক্কা দেন বলি-নায়িকারা। কিন্তু শুধুই কী তাই? সম্পত্তির পরিমাণে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। কাকে ছেড়ে কাকে দেখবেন? মুম্বইয়ের বেশ কিছু এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে বলি-পাড়ার ধনীতম নায়িকাদের তথ্য পাওয়া গেল।চলুন পাঠক তাহলে জেনে নেই কার কত সম্পত্তি।
ঐশ্বরিয়া রাই বচ্চন: নায়িকাদের মধ্যে লিডিং পজিশনে রাখতেই হবে বচ্চন-বউকে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩ কোটি ৫০ লক্ষ ডলারের কাছাকাছি।
আমিশা পটেল: বলিউডে খুব বেশি দিন টিকে থাকতে পারেননি। কিন্তু সম্পদের পরিমাণে অবলীলায় তাক লাগিয়ে দিতে পারেন আমিশা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩ কোটি ডলার।
প্রীতি জিন্টা: বি-টাউনের কিউট নায়িকার ফিল্মোগ্রাফিতে রয়েছে ‘কাল হো না হো’, ‘কোয়ি মিল গ্যায়া’, ‘বীর-জারা’-র মতো হিট সিনেমা। আর তাঁর ভাণ্ডারে রয়েছে প্রায় ৩ কোটি ডলারের সম্পত্তি।
দীপিকা পাড়ুকোন: বলি থেকে হলি দুই ইন্ডাস্ট্রিতেই ঝাঁকিয়ে বসেছেন দীপিকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ডলার।
অমৃতা রাও: বলিউডে তেমন সাফল্য পাননি। তবু ধনী নায়িকার তালিকায় নাম তুলেছেন অমৃতা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি মার্কিন ডলার।
কাজল: বলিউডের লম্বা রেসের ঘোড়া তিনি। তাই সম্পদের অঙ্কটাও বেশ লম্বা। প্রায় ১ কোটি ৮০ লক্ষ ডলারের মালকিন কাজল।
ইলিয়ানা ডি’ক্রুজ: অল্প দিনেই বাজিমাৎ করেছেন বরফি-গার্ল। বি-টাউনে পা দিয়ে মাত্র চার বছরেই প্রায় ১ কোটি ৪০ লক্ষ ডলারের মালকিন হয়েছেন ইলিয়ানা।
করিশ্মা কপূর: এক সময় ‘রাজা হিন্দুস্তানী’, ‘আনারি’, ‘দিল তো পাগল হ্যায়’-এর মতো ছবি দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন তিনি। এখন অভিনয় থেকে অবসর নিলেও ধনী নায়িকাদের তালিকা থেকে কোনও মতেই বাদ দেওয়া যাবে না করিশ্মাকে। কারণ তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ২০ লক্ষ ডলার।
মল্লিকা শেরাওয়াত: বলিউডের বোল্ড বিউটি মল্লিকাও প্রায় ১ কোটি মার্কিন ডলারের মালকিন।
প্রিয়ঙ্কা চোপড়া: এই মুহূর্তে শুধু বলিউডে নয়, আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিতেও অন্যতম সফল নায়িকা বলাই যায় পিগি চপসকে। প্রায় ৮ কোটি ডলারের সম্পদ রয়েছে তাঁর জিম্মায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন