জেনে নিন বাংলাদেশকে এগিয়ে রেখেছেন যে ক্রিকেটার
বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুলের অনবদ্য ১৪৫ রান এদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বর্তমানে ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা আইসিসিতে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেন সাবেক এই অধিনায়ক। টাইগারদের আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল সাম্প্রতিক সাফল্যর কারনে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন, স্বাগতিকদের থেকে।
তিনি বলেন, “বর্তমানে ব্যাটে-বলে ব্যালেন্স একটি দল থাকার কারনে নিউজিল্যান্ডে আমাদের জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল। গেল বিশ্বকাপে তাদের মাটিতেই তাদের প্রায় হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। আমাদের ব্যাটসম্যানরা ভালই ফর্মে আছে এবং মুস্তাফিজও ফিরছে এই সিরিজে, তাই বাংলাদেশের জন্য এটি হবে খুব দারুন এক সুযোগ”।
তবে অপ্রত্যাশিত ভাবেই আমিনুল সিরিজকে সামনে রেখে টাইগারদের প্রস্তুতি নিয়ে অসুন্তুস্তি প্রকাশ করেন, “বাস্তবে আমি আমাদের প্রস্তুতি নিয়ে খুশি নয়। কারন আমি মনে করি নিউজিল্যান্ডে আমরা যেখানে খেলবো তার সাথে অস্ট্রেলিয়ার কন্ডিশনের কোন মিল নেই। তবুও অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করার উদ্যোগ খুবই প্রশংসনীয়। তবে নিউজিল্যান্ড সিরিজের প্রত্যেকটি ভেন্যু হবে ভিন্ন আচরণের।
নিউজিল্যান্ড সিরিজ এক দিনের ম্যাচ ও টুয়েন্টি/২০ দিয়ে শুরু হওয়ায় টেস্ট সিরিজে টাইগারদের জন্য সুবিধা হবে। এছাড়া দলে একাধিক যোগ্যতা সম্পন্ন অলরাউন্ডারের উপস্থিতি বাংলাদেশের জন্য বিরাট কাজে আসবে মনে করেন আমিনুল। তিনি বলেন, “বিশ্বে অনেক দলই ৫ ব্যাটসম্যান, ১ অলরাউন্ডার এবং ৪ বোলার নিয়ে খেলে। আমাদের দলে অন্তত ৭ জন ব্যাট হাতে অবদান রাখতে সক্ষম এটা আমাদের এগিয়ে রাখবে। কারন প্রতিপক্ষরা সাধারণত এটা নিয়ে পাল্টা পরিকল্পনা করেনা।”
ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডে। এর পর মাশরাফিরা ছুটবেন নেলসনে। সেখানে ২৯ ও ৩১ ডিসেম্বর সিরিজের বাকি দুটি ওয়ানডে খেলে নতুন বছরের প্রথম দিনে নেপিয়ারে যাবে বাংলাদেশ। ৩ জানুয়ারি সেখানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলার পর ৬ ও ৮ জানুয়ারি বাকি দুটি টি-টোয়েন্টির ভেন্যু মাউন্ট মঙ্গানুই। এর পর দুই টেস্টের সিরিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন