জেনে নিন লম্বা মেয়েদের কিছু বাজে সমস্যা!
মেয়েরা সাধারণত একটু লম্বা হলেই ছেলেদের তুলনায় বেশ লম্বা দেখায়। আর সত্যিকার অর্থেই লম্বা হলে তো কথাই নেই। ৫ ফিট ৬/৭ ইঞ্চির মেয়েদেরই অনেক লম্বা দেখায়। এর চাইতেও বেশি লম্বা হলে মেয়েরা বেশ বিপদেই পড়ে যান। বিশেষ করে আমাদের দেশে লম্বা মেয়েদের সমস্যা একটু বেশীই।
কারণ আমাদের দেশে বেশি লম্বা মেয়ে সাধারণত দেখা যায় না। বাইরে বের হলে মানুষজনের অবাক দৃষ্টি এবং নানা ধরণের মন্তব্য শুনতে শুনতে অনেকেই বিরক্ত হয়ে যান। এছাড়াও আরও নানা ধরনে অদ্ভুত হাস্যকর সমস্যার সম্মুখীন হতে হয় লম্বা মেয়েদের।
(১) যেখানেই যাওয়া হোক না কেন সকলেই উচ্চতার কথা জিজ্ঞেস করেন: বন্ধু বান্ধবের পরিবার থেকে শুরু করে চাকরির ইন্টার্ভিউয়ের মেম্বার পর্যন্ত সকলেই অন্তত একবার প্রশ্ন করেন ‘আপনার উচ্চতা কতো?’। বিশেষ করে যখন কোনো পছন্দের খাটো মানুষটি হুট করে এই প্রশ্ন করে বসেন তখন লজ্জায় পড়ে যান অনেকেই। আরও সমস্যা হয় যখন সকলেই প্রশ্ন করেন ‘বাসার সবাই কি লম্বা’।
(২) হিল জুতো পড়লে সকলেই অদ্ভুত চোখে তাকিয়ে থাকে: মেয়েরা একটু হিল জুতো পড়তেই পারেন। কারণ মেয়েদের জন্যই হিল জুতো তৈরি করা হয়। কিন্তু লনবা মেয়েরা ভুলেও হিলের দিকে নজর দিতে পারেন না। নিজের কোনো সমস্যার কারণে নয়। কারণ সকলের একই কথা ‘এমনিতেই লম্বা, তার ওপর আবার হিল পড়ার কি দরকার’।
(৩) প্রেম করার জন্য ছেলে এবং বিয়ের জন্য পাত্র খুঁজে পাওয়া যায় না: অনেক লম্বা মেয়েকেই এই সমস্যায় পড়তে হয়। বিয়ের জন্য পাত্র খুঁজতে গেলে নিজের চাইতে খাটো কিংবা টেনেটুনে নিজের সমান পাত্রের গলায় বাধ্য হয়ে মালা পড়ান অনেক মেয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন