মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেমসের জন্মদিনে দেড় হাজার কেজি কেক

জনপ্রিয় ব্যান্ডসংগীতশিল্পী জেমসের জন্মদিনে দেড় হাজার কেজি ওজনের একটি কেক তৈরি করিয়েছেন তাঁরই এক ভক্ত। আজ সারা দিন ঢাকার রাস্তায় ঘুরেছে সেটি। প্রিন্স মোহাম্মদ নামের ওই ভক্ত তাঁর প্রিয় শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই এ কাজটি করেছেন। প্রিয় শিল্পীর জন্য ব্যতিক্রম এ আয়োজন করতে পেরে ভীষণ গর্বিত তিনি। আলাপে প্রিন্স মোহাম্মদ জানালেন জেমসের প্রতি তাঁর ভালোলাগা ও ভালোবাসার কথা।

‘নগরবাউল’ জেমসের জন্মদিন উপলক্ষে গত বছরের ২ অক্টোবর ঢাকার বেশ কয়েকটি জায়গায় বিলবোর্ড টাঙিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন প্রিন্স মোহাম্মদ। জেমসের সেই পাগল ভক্তের বিলবোর্ডগুলো নজর কাড়ে রাজধানীর মানুষের। ভক্তের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে জেমসও আনন্দিত। শিল্পীর এবারের জন্মদিনেও চোখে পড়ার মতো একটি উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন প্রিন্স মোহাম্মদ। শিল্পীকে শুভেচ্ছা জানাতে একটি পিক আপকে সাজিয়েছেন কেকের আদলে। জেমসের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি দিয়ে সাজানো নকশায় লেখা ‘শুভ জন্মদিন গুরু জেমস। বেঁচে থাকুন অন্তত এক কোটি বছর।’

আজ রোববার সকাল থেকে পিকআপটিকে ঘুরতে দেখা গেছে ঢাকার রাস্তায়। গাড়ির নিচের অংশে রয়েছে ফেসবুকের লোগো–সংবলিত প্রিন্স মোহাম্মদের নাম। জেমস তাঁর এই ভক্তকে চেনেন কিশোরগঞ্জের প্রিন্স নামে।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন টন ওজনের একটি ট্রাকে সাড়ে তেরো ফুট দৈর্ঘ্য, ছয় ফুট চওড়া এবং ১০ ফুট উচ্চতার একটি কেক বানিয়ে তা ঢাকা শহরের নানা সড়ক প্রদক্ষিণ করে জেমসের বারিধারার বাসায় যাবে। প্রিন্স মোহাম্মদ বলেন, ‘গুরু আমাদের যা দিয়েছেন, তার তুলনায় এসব কিছুই না। আমরা শুধু আমাদের প্রিয় শিল্পী ও গুরু জেমসকে জন্মদিনে সম্মান জানানোর একটা উপায় খুঁজছিলাম। তখন মাথায় এল, কেক নিয়ে ঢাকা শহরটা প্রদক্ষিণ করে গুরুর অন্য ভক্তদের সঙ্গে কথা বললে তো মন্দ হয় না। সকাল থেকে ট্রাকে করে আমরা সারা ঢাকা শহর ঘুরেছি, সবাইকে কেক খাইয়েছি। সবাই গুরুর জন্য দোয়া করেছেন এটাই শান্তি।’ প্রিন্স মোহাম্মদের এই আয়োজন ছাড়াও প্রিয় শিল্পীর জন্মদিন উপলক্ষে এবার ঢাকার বিমানবন্দর সড়কের নানা জায়গায় এবং বিভিন্ন রুটের বাসে দেখা গেছে জেমসের ছবি–সংবলিত শুভেচ্ছাবার্তার পোস্টার।

১৫ বছর ধরে জেমসের জন্মদিন উদ্‌যাপন করে আসছেন প্রিন্স মোহাম্মদ। কেক কাটার পাশাপাশি দিনভর বন্ধুদের নিয়ে শিল্পীর গান শোনেন তিনি। এবারও ধুমধাম করে প্রিয় শিল্পীর জন্মদিন উদ্‌যাপনের জন্য পিকআপ সাজিয়েছেন তিনি। প্রিন্স মোহাম্মদসহ আরও অনেকে ভক্তের এ উদ্যোগের খবরটি জেমসকে জানালে তিনি বলেন, ‘ওদের কারণেই তো আমি জেমস। ওদের কাছ থেকে এমন পাগলামি দেখে মনটা আনন্দে ভরে যায়। ওরা আমাকে ভালোবেসে যাচ্ছে, আমিও তাঁদের ভালোবেসে যাব।’

এমনিতে জন্মদিন নিয়ে খুব একটা ভাবেন না এই ব্যান্ডসংগীত তারকা। তাঁর মতে, ‘জন্মদিন নিয়ে আমার আলাদা কোনো ভাবনা কাজ করে না। আমি উদ্‌যাপনও করি না। ভক্তরা আসেন, শুভেচ্ছা জানান। এটা ভালো লাগে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত