জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এখন ব্যবহারকারীরা এ চ্যাটবটে মেমোরির সুবিধা পাবেন। নতুন এ সুবিধায় চ্যাটবট ব্যবহারকারীদের পছন্দের বিষয়সমূহের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখতে পারবে। এতে অ্যাপটি ব্যবহারকারীদের কাছে আরও সহজ ও সাশ্রয়ী হয়ে ওঠবে।
গুগলের তথ্যমতে, নতুন এই সুবিধা গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যানের আওতায় জেমিনি অ্যাডভান্সডে ব্যবহার করা যাবে। এ সুবিধার আওতায় ব্যবহারকারীরা এখন সরাসরি জেমিনিতে তাদের প্রয়োজনীয় তথ্য যেমন প্রিয় বিষয়বস্তু বা পছন্দের কাজের তথ্য আগে থেকেই সংরক্ষণ করে রাখতে পারবেন। জেমিনির ‘‘সেভড ইনফো’’ পেজে সংরক্ষণ করা তথ্যগুলো দেখা যাবে। অপ্রয়োজনীয় কোনো তথ্য সংরক্ষণ করা থাকলে সেগুলো সম্পাদনা করার পাশাপাশি চাইলে ব্যবহারকারী মুছেও ফেলতে পারবেন। এর ফলে জেমিনির সংরক্ষণ করা তথ্যের নিয়ন্ত্রণও ব্যবহারকারীদের কাছে থাকবে।
নতুন এ সুবিধায় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য জেমিনিতে সংরক্ষণ করা থাকলে বারবার প্রম্পটে নিজের পছন্দ বা কাজের ধরন ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হবে না। জেমিনি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে পারবে। ফলে সৃজনশীল পেশাজীবী, শিক্ষার্থী বা যারা একসঙ্গে একাধিক কাজ করেন, তাদের জন্য জেমিনির দেওয়া উত্তরগুলো বর্তমানের তুলনায় আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন