জেরার জেরে বাদি-আইনজীবীর মারামারি
গাজীপুর আদালতে বাদিকে আসামি পক্ষের আইনজীবীর জেরা করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে গাজীপুর কোর্ট চত্বরে এক আইনজীবীর চেম্বারে এ ঘটনা ঘটে।
আহত আইনজীবীর নাম হাবিবুর রহমান (৪০) ও আহত বাদি গাজীপুর সিটি কর্পোরেশনের ভাদুন এলাকার আব্দুর রহমানের ছেলে ছামিন উদ্দিন (৪৮)। তারা গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আইনজীবী হাবিবুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়দেবপুর থানার একটি মারামারি মামলায় তিনি আসামি পক্ষের আইনজীবী। সোমবার গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় বাদি ছামিন উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। আর এরই জেরে বিকেল সোয়া ৩টার দিকে বাদি ছামিন উদ্দিন তার চেম্বারে ঢুকে আদালতে জিজ্ঞাসাবাদের সময় তাকে কেন সন্ত্রাসী বলা হয়েছে তা জানতে চায়।
এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছামিন উদ্দিন আইনজীবী হাবিবুর রহমানকে কিল-ঘুষি মারতে থাকেন। এসময় ঘটনাস্থলে থাকা আইনজীবীর সহকারী ছামিন উদ্দিনকে মারধর করে। এসময় দুইজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া যাওয়া হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আবাসিক চিকিৎসক মো. আ. সালাম সরকার জানান, ছামিন উদ্দিনের মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। আইনজীবীর মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে দুইজনই শঙ্কা মুক্ত।
এ ব্যাপারে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, উভয়ই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন