জেরুজালেমে লরি হামলাকারী ‘আইএস সমর্থক’

ইসরায়েলের জেরুজালেমের ব্যস্ত রাস্তায় লরি হামলায় চারজনের নিহতের পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘সব আলামত বলছে, হামলাকারী তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক ছিলেন।’ তবে তিনি ওই অভিযোগের সপক্ষে কোনো কারণ ব্যাখ্যা করেননি।
স্থানীয় সময় গতকাল রোববার একজন ফিলিস্তিনি একদল সৈন্যের ওপর একটি লরি উঠিয়ে দেয়। পরে ওই হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হন।
এদিকে, ওই হামলার পর ইসরায়েলের মন্ত্রিসভা নিরাপত্তার খাতিরে আইএসের প্রতি সহানুভূতিশীলদের বিনা বিচারে আটকের বিষয়টিতে অনুমোদন দেয়।
এদিকে, গতকালের লরি হামলায় তিন নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ১৭ জন।
এদিকে, এই লরি হামলাকারীর নাম ফাদি কুনবার বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ২৮ বছর বয়সী ওই ফিলিস্তিনি যুবক দেশটির পূর্বাঞ্চলীয় জেলা জাবেল মুকাবেরের বাসিন্দা বলেও জানায় পুলিশ।
এদিকে সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, ট্রাকটি দ্রুতগতিতে রাস্তার পাশের সৈনিকদের ওপর উঠে পড়ে। এর পর হামলাকারী আরো কিছু সৈনিককে চাপা দেওয়ার উদ্দেশ্যে ট্রাকটিকে পেছনে নিতে থাকেন। আর এ সময়ে তিনি নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন